পার্থ মান্নাঃ বাঙালির প্রিয় পুজো দুর্গাপুজো শুরু হয়ে গেছে বলা যেতেই পারে। তবে মুশকিল হল যে হারে বৃষ্টি নামছে তাতে মন খারাপ হয়ে যাচ্ছে সকলেরই। মূলত বাংলাদেশে উপকূলে থাকা ঘূর্ণাবর্তের জেরেই বাড়ছে বৃষ্টি। আজ রবিবার হওয়ায় অনেকেই যারা কেনাকাটি বাকি রেখেছিল তারা নিজেদের শেষ মুহূর্তের শপিংয়ের প্ল্যানিং করছেন। তবে তার আগে দেখে নেওয়া উচিত কেমন থাকবে আজকের আবহাওয়া।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলেই জানা যাচ্ছে। এরই সাথে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা যাচ্ছে। তবে মুশকিল হল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩% থেকে ৯০% পর্যন্ত থাকবে যার জেরে আদ্রতা জনিত অস্বস্থি বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। যদিও অন্য জেলাগুলিতে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গের আবহাওয়া
লাগাতার বৃষ্টির জেরে কার্যত বিধস্ত উত্তরবঙ্গ। একাধিক রাস্তায় ধস নামার কারণে যাতায়াত ব্যবস্থা কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে। পর্যটকদের ঘুরপথে যেতে হচ্ছে। তবে আজও বিরাম নেই বৃষ্টির। আজ রবিবারেও কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সপ্তাহের প্রথম দিনেও আবহাওয়া একইরকম থাকবে বলে মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি থেকে কোচবিহার জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে স্বস্তির খবর একটাই যে পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানাচ্ছে হাওয়া অফিস।