নিউজশর্ট ডেস্কঃ একটানা বৃষ্টির পর শনিবার বেলা বাড়তে কিছুটা কমেছিল বর্ষার প্রকোপ। রবিবারেও কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমান কমই ছিল। কিন্তু এবার নতুন সপ্তাহের প্রথম দিনেই পাল্টে গেল আবহাওয়া। আবারও জারি হল বৃষ্টির পূর্বাভাস। কলকাতা তো বটেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে জানিয়ে দিল আবহাওয়া দফতর। চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ আংশিক মেঘাছন্ন থাকবে। সাথে বিক্ষিপ্ৰভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল থেকেই আবারও বৃষ্টির প্রকোপ বাড়বে কলকাতা সহ আরও ৩ জেলায়। আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশেপাশেই থাকবে। একইসাথে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৮৫ শতাংশ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। যদিও কলকাতায় খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই, তবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। এই মর্মে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গে যেন বৃষ্টি কমার কোনো নামই নেই। আজ অর্থাৎ সোমবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গেও কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি , কোচবিহারে অভি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। যে হারে বৃষ্টি হচ্ছে তাতে বন্যা পরিস্থিতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।