south superstar allu arjun leaves from the immortal ashatthama

Moumita

প্রভাসের ‘আদিপুরুষে’র অবস্থা দেখে থরহরিকম্প অল্লু অর্জুন! সরে দাঁড়ালেন এই বিগ বাজেটের ছবি থেকে

Allu Arjun Rejected The Offer Of The Immortal Ashwatthama: কিছুদিন আগেই শোনা গেছিল যে খুব শীঘ্রই নাকি বলি পাড়ায় (Bollywood) পা রাখতে চলেছেন অল্লু অর্জুন (Allu Arjun)। আর এই খবর ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর ছিল, উরি- দ্য সার্জিক্যাল স্ট্রাইক খ্যাত আদিত্য ধর এই ছবিটি পরিচালনা করবেন। তবে এবার খবর, এক বিশেষ কারণে ছবিটি থেকে সরে আসতে চাইছেন অল্লু অর্জুন।

   

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আদিত্য ধর পরিচালিত এই ছবিটির নাম ছিল The Immortal Ashwatthama। তবে প্রভাসের আদিপুরুষের পরিণতি দেখেই নাকি এই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অল্লু অর্জুন। কারণ ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’র বাজেট এতটাই বেশি যে সেটা নিয়ে কোন রিস্ক নিতে চাননি অভিনেতা।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ভিকি কৌশলকে নিয়ে ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’ বানানোর কথা ছিল। তবে মাঝে করোনা আসায় বদলে যায় প্ল্যান প্রোগ্রাম। বদলে গেছে প্রযোজক, পালটেছে স্টারকাস্টও। জানা যাচ্ছে প্রযোজক এই ছবির জন্য একজন প্যান ইন্ডিয়া সুপারস্টার চেয়েছিলেন। যিনি বক্স অফিস উইন্ডো দিয়ে ছবির খরচ পুনরুদ্ধার করতে পারেন।

এমতাবস্থায় নির্মাতাদের মাথায় যে নামটা প্রথমেই আসে তা হল অল্লু অর্জুন। বিষয়টা নিয়ে কথাবার্তাও এগিয়েছিল অনেকটাই। জানা যাচ্ছে ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’ একটি সুপারহিরো ফিল্ম হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। ছবিতে কিছু পৌরাণিক কাহিনীর টাচও দেওয়া থাকবে। থাকবে ভারী ভিএফএক্সের কাজ।

এইসব কথাবার্তার মধ্যেই মুক্তি পায় প্রভাসের ‘আদিপুরুষ’। সেটিও ছিল একটি পৌরাণিক চলচ্চিত্র। ভিএফএক্স, আলোচনা, সমালোচনা, প্রোমোশন কোনোকিছুই বাকি রাখেননি নির্মাতারা, তবে তা সত্বেও ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। আর তারপর থেকেই নাকি ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ‘আদিপুরুষ’ এবং ‘অমর অশ্বত্থামা’-এর মধ্যে নাকি অনেক মিল রয়েছে।

আসলে ‘দ্য ইমরটাল অশ্বত্থামা’ নিয়ে দুই বছর কাটাবেন তিনি। অর্থাৎ ছবিটি কেমন হয়েছে তা জানতে তাদের অপেক্ষা করতে হবে দুই বছর। যদি কিছু ভুল হয়ে যায়, তাহলে সেখান থেকে ফিরে আসাটা একটু জটিল হবে। কেরিয়ারের এই পর্যায়ে কোন ঝুঁকি নিতে রাজি নন তিনি। সে কারণেই ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’ তে কাজ করতে অস্বীকার করার অনেক সম্ভাবনা রয়েছে।