Ram Charan And Upasana Kamineni Named Their Daughter Klin Kaara Konidela

Moumita

পুরাণ থেকে রাখলেন সদ্যোজাত মেয়ের নাম, রামচরণের ভক্তি দেখে মুগ্ধ দর্শকরা

বিয়ের ১১ বছর পর অবশেষে খুশির আমেজ রামচরণের (Ram Charan) পরিবারে। প্রথম কন্যা সন্তান এল এই দক্ষিণী তারকার ঘরে। দু দিন আগেই একরত্তি পুঁচকে একটা পরীকে নিয়ে বাড়ি ফিরেছেন রামচরণ ও তার স্ত্রী উপাসনা কামিনেনি (Upasana Kamineni)। কার্যত তারপর থেকেই আনন্দোৎসব গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে।

   

প্রসঙ্গত উল্লেখ্য, সাল ২০১২ তে ১৪ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাম এবং উপাসনা। বিয়ের পর দীর্ঘ ১০ বছর মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত ছিলেন উপাসনা। তবে ২০২২ সালে মেলে সুখবর। গত ডিসেম্বরেই তাদের বাবা-মা হতে চলার কথা জানান সকলকে। এবং অবশেষে গত ২০ জুন পৃথিবীর আলো দেখেছে তাদের মেয়ে।

কন্যার জন্মের আগে থেকেই রামচরণ কাজ থেকে বিরতি নিয়ে নিয়েছিলেন। এইদিন উপাসনা ও ছোট্ট পরীকে দেখার জন্য হাসপাতালে পৌঁছেছিলেন দাদু ঠাকুমা থেকে মামা, চিরঞ্জীবী (Chiranjeevi) থেকে আল্লু অর্জুন। জানিয়ে রাখি, মেগাস্টার চিরঞ্জীবী তার নাতনীর নাম দিয়েছেন মেগা প্রিন্সেস। এদিকে এই খুদে জন্মানোর আগেই আগেই RRR গায়ক কালা ভৈরব ছোট্টটির জন্য একটি বিশেষ এবং অর্থপূর্ণ সুর তৈরি করেছিলেন।

তারপর থেকেই ভক্তরা উৎসুক হয়ে আছে কবে তাদের ছোট্ট প্রিন্সেস কে দেখতে পাবে। যদিও রাম চরণ-উপাসনার কন্যাসন্তানের বয়স ১১ দিন হয়ে গেলেও তারা এখনও তার মুখ দেখাননি। কোন ছবি এখনও পর্যন্ত জনসমক্ষে আনেননি এই তারকা দম্পতি। আজকাল অবশ্য অনেকেই তাদের সন্তানের মুখ দেখাতে চাইছেন না। রাম চরণও কি সেটাই করবে?

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩০ জুন ছিল রামচরণের মেয়ের নামকরণ অনুষ্ঠান। সম্পূর্ণ রীতি রেওয়াজ মেনেই অনুষ্ঠান করেছেন চিরঞ্জীবী। ধনকুবের মুকেশ আম্বানিও নাকি একটি সোনার দোলনা উপহার দিয়েছে রাম উপাসনার মেয়েকে। জানা যাচ্ছে সেই দোলনার দাম প্রায় কোটিরও বেশী‌। তবে সবাই যেটা জানার জন্য অপেক্ষা করছে তা হল, রাম তার মেয়ের কী নাম রেখেছে!

এইদিন মেগাস্টার চিরঞ্জীবী অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, তাদের বাড়ির খুদে সদস্যর নাম ‘ক্লিন কারা কোনিডেলা’ (Klin Kaara Konidela)। তিনি জানিয়েছেন, ‘ললিতা সহস্রনাম নাম থেকে নেওয়া.. ‘ক্লিন কারা’ শব্দটি, যেটি প্রকৃতির একটি মূর্ত প্রতীককে প্রতিনিধিত্ব করে..। ঐশ্বরিক মাতৃ শক্তিকে এটি প্রতিনিধিত্ব করে.. এই নামে একটা শক্তিশালী বলয় ও কম্পন রয়েছে’।