Shahrukh Khan

Additiya

আদরে-চুমুতে গাঢ় প্রেম, এই সুপারস্টারের নাতির প্রেমে মগ্ন শাহরুখ কন্যা, ভাইরাল ঘনিষ্ঠ ভিডিও

বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, নতুন প্রেমের গুঞ্জন। বিটাউনের দুই জনপ্রিয় নাম সুহানা খান (Suhana Khan) এবং অগ‍্যস্ত নন্দা (Agastya Nanda)। ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে খবর, এই দুই তারকা সন্তান নাকি একে অপরকে মন দিয়ে ফেলেছেন। যদিও এখনও এই বিষয়ে মুখ খোলেনি কেউ।

   

একজন বিগ বির নাতি এবং অন্যজন বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে। ফলে বুঝতেই পারছেন দুজনেই কিন্তু বেশ জনপ্রিয়। পরিচালক জোয়া আখতারের পরিচালনায় একই সঙ্গে অভিনয় জগতে পা রাখতে চলেছেন দুই স্টারকিড। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, এই ছবিতে কাজ করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েছেন সুহানা-অগস্ত্য।

আর এসবের গুঞ্জনের মাঝেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল একটি ভিডিও। ফ্যাশান ডিজাইনার তানিয়া শ্রফের জন্মদিনের পার্টিতে পাপারাৎজিদের ক্যামেরায় একসঙ্গে বন্দি হলেন সুহানা-অগস্ত্য। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।

বিনোদন,বলিউড,সুহানা খান,অগ‍্যস্ত নন্দা,সোশ্যাল মিডিয়া,Entertainment,Bollywood,Suhana Khan,Agastya Nanda,Social Media

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছেন শাহরুখ কন্যা। গাড়ি পর্যন্ত্য তাঁকে ছাড়তে আসেন তানিয়া। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক আহান শেট্টি, অগস্ত্য নন্দা। এরপরেই দেখা যায়, যেই না গাড়িতে উঠতে যাবেন সুহানা ঠিক তখনই বিশেষ বন্ধুর উদ্দেশ্যে চুম্বন ছুঁড়ে দেন অগস্ত্য। মুহূর্তের মধ্যেই ভাইরাল এই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by @varindertchawla

যদিও এই প্রথম নয়। এর আগে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল কাপুর পরিবারের গেট টুগেদারে। ক্রিস্টমাস উপলক্ষ জমকালো মধ‍্যাহ্নভোজের আয়োজন করেছিলেন কুণাল কাপুর। সেখানে হাজির ছিলেন বলিউডের প্রথম সারির বহু তারকা। হাজির ছিলেন সুহানা, অগ‍্যস্ত, শ্বেতা বচ্চন, নভ‍্যা নভেলি নন্দাও। দুই তারকা সন্তানের ঘনিষ্ঠতা সে বারেও নজর এড়ায়নি নেটিজেনদের।