Koushik Dutta

কালীপূজো নিয়েও আদালতে হতে পারে মামলা? উঠতে শুরু করেছে প্রশ্ন

শেষ বেলায় কলকাতা হাইকোর্টের রায়ে ভাটা পড়েছিল দুর্গাপূজোর ভিড়ে। কিছুক্ষেত্রে নিয়ম মানা না হলেও, সামগ্রিকভাবে বিপর্যয় এড়ানো গিয়েছে বলেই মনে করছেন অনেকে। কালীপূজোতেও ভিড় হয় ভালোই। অতিমারি জারি থাকায় সেখানেও থাকছে সংক্রমণের ভয়। তাই আলোর উৎসবেও কি আসবে আদালতের রায়? প্রশ্ন একাংশের মনে।