Srabanti Chatterjee New Music Video Joy Joy Dugga Maa Teaser Video Viral

পুজোর মাঝে নতুন সাজে, নতুন রূপে শ্রাবন্তীকে দেখেই ঘুম উড়ল ভক্তদের, দেখুন ভিডিও

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ভক্তদের জন্য এবার দুর্গাপূজোয় রয়েছে বড় চমক। বড়পর্দা বা ওটিটি নয়, শ্রাবন্তী এইবার হাজির হচ্ছেন একটি মিউজিক ভিডিওতে, যেখানে একেবারে নতুন লুকে দেখা যাবে অভিনেত্রীকে। মহালয়ার আগে প্রকাশ্যে এসেছে এই ভিডিওর ‘ফার্স্ট লুক’। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে ও সকলের মুখ মুখে ঘুরছে।

নতুন লুকে শ্রাবন্তী

পুরোপুরি দুর্গাপূজোর আবহে মেতে উঠেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মিউজিক ভিডিওটির নাম ‘জয় জয় দুগ্গা মা’, যা পুজোর আনন্দ ও উৎসবের মুডকে তুলে ধরে। এই গানের সঙ্গে উৎসবের আবহাওয়াকে আরও রঙিন করে তুলেছেন শ্রাবন্তী। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাহুল ভীর কুমার ঘোষ, আর প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন আর চট্টোপাধ্যায়। ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন উজ্জ্বল ভট্টাচার্য। আর গায়িকা অনন্যা চক্রবর্তীর গাওয়া এই গানে শ্রাবন্তীর নাচ ও দুর্দান্ত অভিনয় যেন আরও বিশেষ মাত্রা যোগ করেছে।

শ্রাবন্তীর নাচের প্রতিভা

আসলে শ্রাবন্তী ছোটবেলা থেকেই নাচের প্রতি আকৃষ্ট ছিলেন। অভিনয়ের পাশাপাশি, নাচের ক্ষেত্রেও তাঁর দক্ষতা যথেষ্ট প্রশংসনীয়। তার নাচের প্রতি ভালবাসা এই মিউজিক ভিডিওতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। ‘জয় জয় দুগ্গা মা’ মিউজিক ভিডিওটিতে শ্রাবন্তীকে দেখা যাবে লাল ও সাদা শাড়িতে, যা বাঙালি সংস্কৃতির প্রতীকী রূপ। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি এমনভাবে করা হয়েছে, যা পুজোর আমেজকে আরো বেশি করে তুলে ধরেছে।

পুজোর গানের ট্রেন্ডে শ্রাবন্তী

দুর্গাপূজো মানেই পুজোর গান। আর সেই ট্রেন্ডে শ্রাবন্তীর এই মিউজিক ভিডিও একটি বিশেষ সংযোজন হতে চলেছে। সান ভেঞ্চার প্রযোজনা সংস্থার প্রযোজনায় সানি খান ও অনুপ সাহার হাত ধরে মুক্তি পাবে এই পুজোর গান। শ্রাবন্তীর ফ্যানরা ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মিউজিক ভিডিওটি দেখার জন্য। এমনিতেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় সবসময় তার রঙিন ও মজার ব্যক্তিত্বের জন্য পরিচিত। তাই নতুন ভাবে নাচের মঞ্চে শ্রাবন্তীর এই নতুন রূপ দর্শকদের মনে নতুন উত্তেজনা জাগাতে বাধ্য বলেই মনে করা হচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X