‘রামপ্রসাদ বা আমার বাবা হতে পারবে না অরিজিৎ’, ‘মানবজমিন’-এ গায়কের গান নিয়ে বিরক্ত প্রকাশ শ্রীকুমার চট্টোপাধ্যায়ের

‘মানবজমিন’ ছবিতে রামপ্রসাদী গান গেয়েছেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। তাঁর ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি এখন আট থেকে আশি সবার মুখে মুখে। শ্রীজাতর আবদারেই প্রথমবার রামপ্রসাদি গান রেকর্ড করেছেন অরিজিৎ। তবে এই গান শুনে মতেই খুশি হননি বর্ষীয়ান সঙ্গীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়। বরং বিরক্ত হয়েছেন তিনি।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “কেন এই গান গাইতে হল? ৩০০ বছরের পুরোনো গান তো, এ তো আস্তাকুঁড়ে ফেলে দেওয়ার জিনিস। নতুন তো তৈরি করতে পারেনি”। অরিজিৎ সম্পর্কে তিনি বলেন, “সে সুরে গায় এইটুকুুই বলব। সে তো আর রামপ্রসাদ হবে না, পান্নালাল ভট্টাচার্য সে হবে না। আমার বাবার মতো হবে না। কিংবা অরিজিৎ যদি অজয় চক্রবর্তী হতে চায় তাহলেও পারবে না”।

এমনকী তিনি বলেন, “গিটার হাতে তুলে নিলেই কেউ কবীর সুমন হয়ে যান না”। এমনকি গায়ক শিলাজিৎ-কে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। শিলাজিৎ সম্পর্কে তিনি বলেন, “সে তো গায়কই নয় আমার কাছে। এমনিতেও সে আজকাল গানের জগতে রয়েছে কোথায়? সিনেমা করছে, থিয়েটার করছে”।

যদিও অরিজিৎ সিংয়ের গাওয়া এই গান যথেষ্ট পছন্দ করেছেন ভক্তরা। বর্ষীয়ান সঙ্গীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়ের অরিজিৎকে নিয়ে করা মন্তব্যে যথেষ্টই ক্ষুব্ধ নেটপাড়া।

Avatar

Additiya

X