ভাই-বোন নয়, বিশেষ সম্পর্ক রয়েছে শ্রীময়ী-কাঞ্চনের! অবশেষে সত্যিটা জানালেন অভিনেত্রী

নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ(Sreemoyee Chattoraj)  ও টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিকের(Kanchan Mallick)  সম্পর্কের কথা এখন কম বেশি সকলেই জানেন। বিবাহিত স্ত্রী পিংকিকে ছেড়ে সুন্দরী অভিনেত্রীতে মজেছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেতা। তাদের সম্পর্ক নিয়ে নানা রকমের সমালোচনা চলছে।

যদিও নিন্দুকদের সেই সমস্ত কথায় কান না দিয়ে নিজেদের মর্জি মতো চলছে এই তারকা জুটি। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে যতবার প্রশ্ন করা হয়েছে ততবারই বন্ধুত্ব ছাড়া আর কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন তারা। টলিপাড়ার এই জুটি তাদের ১১ বছরের বন্ধুত্ব দিবসের সেলিব্রেশনে মেতেছেন। সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনের সঙ্গে ছবি শেয়ার করে একথা জানিয়েছেন অভিনেত্রী নিজে।

শুধু বন্ধুত্ব দিবস উদযাপন নয় এর সাথে রাখি বন্ধনের শুভেচ্ছাও জানিয়েছেন শ্রীময়ী। আর এতেই খটকা লেগেছে নেটিজেনদের একাংশের মনে। এই বিশেষ দিনে এরকম পোস্ট দেখে অবাক হয়ে গেছেন অনেকেই। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে কাঞ্চনের সঙ্গে দুটো ছবি শেয়ার করেছেন শ্রীময়ী। এর মধ্যে একটি ছবি অনেকদিন পুরনো আরেকটি নতুন।

এই ছবি শেয়ার করে তার পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “২০১২-২০২৩, আমাদের বন্ধুত্বের ১১ বছর পূর্ণ হল আজ। এই বিশেষ দিনে একটা কথাই বলতে চাই, আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের বন্ধন যেন অটুট থাকে। বন্ধন হোক মানবিকতার, ঐক্য হোক অটুট। সবাইকে রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা।” বলাই বাহুল্য, এই পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। প্রসঙ্গত, এই মুহূর্তে স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহীকে কাঞ্চন এবং শ্রীময় দুজনেই অভিনয় করছেন।

Papiya Paul

X