Arijit

অভিষেক টেস্টে ৮৮ বছর আগের রেকর্ড ভেঙে লালা অমরনাথকে ছুঁলেন শ্রেয়স আইয়ার

ভারত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকায় এবং ম্যাচের আগে চোট পেয়ে টেস্ট সিরিজ থেকে কে এল রাহুলের ছিটকে যাওয়ার কারণে ভারতীয় টেস্ট দলের দরজা খুলে যায় শ্রেয়স আইআরের জন্য। কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় শ্রেয়স আইয়ারের। অভিষেক ম্যাচেই দুর্দান্ত রেকর্ড করলেন এই তরুণ ভারতীয় ব্যাটসম্যান।

   

কানপুরে অভিষেক টেস্ট খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে 88 বছর আগে ঘটে যাওয়া এক বিরল স্মৃতি ফেরালেন শ্রেয়স আইয়ার। বিরল নজির গড়ে মুম্বাইয়ের এই তরুণ ব্যাটসম্যান শ্রেয়স আইআর ছুঁয়ে ফেললেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার লালা অমরনাথকে।

আজ থেকে 88 বছর আগে অর্থাৎ 1933 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসেই ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন লালা অমরনাথ। এই নজির ভারতীয় ক্রিকেটে আর নেই। দীর্ঘ 88 বছর পর কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট খেলতে নেমে সেই স্মৃতি ফেরালেন শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম ইনিংসে 105 এবং দ্বিতীয় ইনিংসে 65 রান করে দুটি ইনিংসেই ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন শ্রেয়স আইয়ার।