Arijit

খারাপ পিচের জন্য ম্যাচ হেরেও পিচ নির্মাতাদের ৩৫ হাজার টাকা পুরস্কৃত করলেন রাহুল দ্রাবিড়

কানপুর হয়ে গেল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। অল্পের জন্য এই ম্যাচে জয় হাতছাড়া হল ভারতের। 1 উইকেটের জন্য এই ম্যাচ জিততে পারলো না আজিঙ্কা রাহানের টিম ইন্ডিয়া। ভারতের জয়ের পথে রুখে দাঁড়ালেন ভারতীয় বংশোদ্ভূত দুই ক্রিকেটার রচিন রবীন্দ্র এবং অজাজ প্যাটেল।

   

প্রাণপণ লড়াই করে ভারতের কাছে নিউজিল্যান্ডের হার বাঁচিয়ে দেন রচিন রবীন্দ্র এবং অজাজ প্যাটেল। শেষের দিকে অনেক চেষ্টা করেও নিউজিল্যান্ডের এক উইকেট ফেলতে পারেনি ভারতের স্পিনাররা। তারপরই ম্যাচ শেষে পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যদিও বিতর্কের ভয়ে এই বিষয়ে খুব একটা কথা বলেন নি অশ্বিন। তবে তিনি যে পিচ নিয়ে খুব একটা খুশি নন সেটা বুঝিয়ে দিয়েছেন।

তবে রবীচন্দ্রন অশ্বিন পিচ নিয়ে খুশি হতে না পারলেও ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচের জন্য ম্যাচের পিচ কিউরেটরদের প্রশংসা করেছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। এমনকি তিনি খুশি হয়ে পিচ কিউরেটরদের হাতে 35,000 টাকার পুরস্কার তুলে দিয়েছেন। শিবকুমারের নেতৃত্বে এই পুরস্কার ভাগ করে দেওয়া হবে পিচ কিউরেটর এবং মাঠ কর্মীদের মধ্যে।