SSKM 50 Senior Doctors Resigned from their posts in support of Junior Doctors

অনশনের দুদিন পরেও সরকার নিরুত্তর! এবার গণ ইস্তফা সিনিয়ার চিকিৎসকদের, সংকটে স্বাস্থ্য ব্যবস্থা

পার্থ মান্নাঃ দেবী পক্ষের শুরু হলেও এবছর পুজোর আনন্দ ম্লান হয়ে রয়ে গিয়েছে। কারণ অশুভ শক্তির বিনাশ করে মা দূর্গা মর্ত্যে এলেও আজও বিচারের অপেক্ষায় তিলোত্তমা। রাজ্যের জুনিয়ার ডাক্তারের নিজেদের আন্দোলন জারি রেখেছেন। এমনকি দাবি পূরণ না হওয়ায় শেষমেশ আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন ছয় জন। এই কর্মসূচির দুই দিন পেরোলেও সরকারের তরফ থেকে কোনো ঘোষণা মেলেনি। তাই শেষমেষ গণ ইস্তফা দিলেন ৫০ জন সিনিয়ার চিকিৎসকেরা।

আজ পঞ্চমীর দিনে যেখানে একদিকে পান্ডিল হপিং শুরু করছেন কিছু মানুষ সেখানে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের তীব্রতা যেন আরও বেড়ে উঠল। একদিকে পুজোর সাজে সেজে উঠেছে গোটা কলকাতা তেমনি ১০ দফা দাবিতে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়ার ডাক্তারেরা। দেখতে দেখতে আড়াই দিন বা ৬০ ঘন্টা কেটে গেলেও সরকার চুপ। তাই এবার একসাথে গণ ইস্তাগার সিদ্ধান্ত ৫০ সিনিয়ার চিকিৎসকদের।

পঞ্চমীতে গণ ইস্তফা সিনিয়ার ডাক্তারদের

যেমনটা জানা যাচ্ছে কেউ বিভাগীয় প্রথান তো কেউ বা অধ্যাপক, এমনকি হাসপাতালে কর্মরত চিকিৎসকেরাও এই গণ ইস্তাফাতে সামিল হয়েছেন। ইতিমধ্যেই ৩০ জনেরও বেশি ডাক্তার নিজেদের পদত্যাগ পত্রে সই করে ফেলেছেন। তাই পরিস্থিতি এবার কোন দিকে মোড় নেয় সেটাই দেখার অপেক্ষা।

ইস্তফা প্রসঙ্গে চিকিৎসকেরা জানাচ্ছেন, পরিষেবা যাতে স্বাভাবিক থাকে তার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এখন আর পরিস্থিতি রোগী পরিষেবার উপযুক্ত নেই। তাই আর চিকিৎসা পরিষেবা দিতে পারছেন না। তাছাড়া যে ৬ জন জুনিয়ার চিকিৎসক আমরণ অনশনে বসেছেন তাদেরও শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

পুলিশের বিরুদ্ধেই উঠছে একাধিক অভিযোগ

অনশনের প্রথম দিন থেকেই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছিল। কখনো বায়ো টয়লেটে না ঢুকতে দেওয়া তো  কখনো আবার ডেকোরেটর্সদের আটকানোর মত অভিযোগ উঠেছে। এমনকি বৌবাজার থানার পুলিশ নাকি অনশন মঞ্চ থেকে খাট ও চেয়ার বাজেয়াপ্ত করেছে বলেও শোনা গিয়েছে। যার জেরে সোমবার রাতেই উত্তপ্ত হয়ে উঠেছিল বৌবাজারের পরিস্থিতি। তবে এবার গণ ইস্তফার জেরে আন্দোলনের আকার আরও বড় হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

আজই মিছিলের ডাক সিনিয়ার চিকিৎসকদের

আন্দোলনের শুরু থেকেই জানানো হয়েছিল জুনিয়ার ডাক্তারেরা আন্দোলন করলেও সিনিয়াররা যথাসাথ্য চেষ্টা করছেন অতিরিক্ত ডিউটি করে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার। কিন্তু আজ সিনিয়াররাই যখন ইস্তফা দিচ্ছেন তখন স্বাস্থ্য পরিষেবা কেমন হবে তা রীতিমত প্রশ্নের মুখে পরে গিয়েছে। এমনকি বিকেল ৪টে থেকে সিনিয়ার চিকিৎসকেরা জুনিয়রদের সমর্থনে মিছিলের ডাক দিয়েছেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X