Papiya Paul

আসছে নতুন সিরিয়াল, দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক করছেন স্টার জলসার এই হ্যান্ডসাম অভিনেতা!

নিউজশর্ট ডেস্কঃ একটা সিরিয়াল শেষ হতে না হতেই নতুন সিরিয়াল(Bengali Serial) চলে আসছে। আবার এখন তো গল্প অসমাপ্ত রেখেই সিরিয়াল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে নির্মাতারা। তবে এর কারণ মূলত টিআরপি(TRP), যে সিরিয়াল টিআরপি তালিকায় ভালো রেজাল্ট করতে পারছে না সে সিরিয়াল বন্ধ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। আর তাই এখন প্রায় প্রত্যেক মাসেই নিত্যনতুন সিরিয়াল চলে আসছে চ্যানেলগুলোতে।

   

বিগত কয়েক মাস ধরে বাংলা সিরিয়ালের প্রথম সারির দুই চ্যানেল স্টার জলসা এবং জি বাংলাতে একটার পর একটা নতুন ধারাবাহিক এসেই চলেছে। ঠিক যেমন চলতি মাসেই শুরু হয়েছে স্টার জলসায় নতুন সিরিয়াল ‘তোমাদের রানী’। এবার দর্শকদের জন্য আবার একটি সুখবর রয়েছে। কি সেই সুখবর? আরেকটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। এখানে নায়ক হিসেবে দেখা যাবে স্টার জলসার(Star Jalsa) জনপ্রিয় অভিনেতাকে।

তবে এই নতুন সিরিয়াল স্টার জলসা বা জি বাংলাতে সম্প্রচারিত হবে না। নতুন সিরিয়াল দেখা যাবে সান বাংলা(Sun Bangla) চ্যানেলে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই এই নতুন ধারাবাহিকের প্রমো ভিডিও শুট হয়ে গিয়েছে। বাংলার অন্যতম বড় প্রোডাকশন হাউস এই ধারাবাহিকটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন। জানা গিয়েছে, ম্যাজিক মোমেন্টসের একটি বড় বাজেটের ধারাবাহিক আসতে চলেছে এই চ্যানেলে।

এই সিরিয়ালে নায়কের ভূমিকায় দেখা যাবে স্টার জলসার জনপ্রিয় হিরো সুস্মিত মুখার্জিকে(Sushmit Mukherjee)। যাকে এর আগে ‘বরণ’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। যদিও নায়িকার নাম এখনো জানা যায়নি। এই সিরিয়ালের নাম হতে চলেছে ‘বাদল শেষের পাখি’। তবে প্রমো ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই গল্প এবং নায়িকা আর অন্যান্য কারা কারা রয়েছেন সমস্ত কিছুই দেখতে পারবেন দর্শকেরা। বলা যেতে পারে একেবারে অন্য ধারার একটি গল্প নিয়ে আসছে সান বাংলা চ্যানেল।