নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক’ অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa)। এক কথায় স্টার জলসার সেরা ধারাবাহিক এটি। এখানে দীর্ঘদিন ধরে সূর্য এবং দীপার মধ্যে ভুল বোঝাবুঝি দেখে বিরক্ত হয়ে পড়েন দর্শকেরা। দর্শকদের মধ্যে সিরিয়াল বয়কটের কথাও শোনা যায়। তাই দর্শকদের মন রাখতে বহু প্রতীক্ষিত ট্র্যাক নিয়ে এসেছেন নির্মাতারা।
এখন সূর্য-দীপার মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটেছে। সূর্যের সামনে সব সত্যিই প্রকাশ্যে এসেছে। সূর্য নিজের এবং সোনা ও রুপার ডিএনএ টেস্ট করে জানতে পেরেছে সোনা-রুপা তার নিজের বায়োলজিক্যাল সন্তান। এরপর দীপার কাছে ক্ষমা চেয়ে তাকে সেনগুপ্ত পরিবারে নিয়ে আসে সূর্য। দীপা, শ্বশুর বাড়িতে এলেও মন থেকে সূর্যকে এখনো ক্ষমা করতে পারেনি। তবে এবার সূর্য ও দীপার মধ্যে সব মিল করার জন্য সবরকম ভাবে চেষ্টা করে চলেছে সেনগুপ্ত পরিবারের লোকজনেরা।
এমনকি দীপার মন পাবার জন্য কখনো নাচছেন, কখনো দীপার পছন্দমত খাবার তৈরি করছে, দীপার খেয়াল রাখছে সূর্য। এইসব দেখে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে দীপাও। ঐদিকে সূর্য এবং দীপার মিল দেখে তেলেবেগুনে জ্বলে উঠছে মিশকা, সে জানতে পেরে গিয়েছে সূর্যের ডিএনএ টেস্টের কথা। এত বছর ধরে সূর্য ও দীপাকে আলাদা করার পরেও অসফল হয়েছে সে। মিশকা তো থেমে থাকার মানুষ নয়, সে আবার নতুন ষড়যন্ত্র শুরু করা শুরু করেছে।
দীপার জন্য বাড়িতে একটি পার্টির ব্যবস্থা করেছে সূর্য। সেই পার্টিতে দুজনের মান অভিমান যাতে মিটে যায় সেটার সব রকম ভাবে চেষ্টা চালিয়েছে সোনা-রুপা সহ বাকি লোকেরা। এদিন বার্বি ডলের থিমে গোটা পরিবার সেজেছে। গোলাপি রঙের শাড়িতে অসাধারণ সুন্দরী লাগছে দীপাকে। ছোট্ট সোনা এবং রুপা গোলাপি রঙের পোশাক পড়ে পরীর মত সেজেছে। এখানেও এসে হাজির হয়েছে মিশকা। সে কিছুতেই সূর্য এবং দীপাকে এক হতে দেবে না।
এবার খতরনাক রূপে দুজনের জীবন নষ্ট করবে সে। অনুষ্ঠানের দিনই একটি বিরাট ঘোষণা করতে চলেছে মিশকা, যার পর হয়তো বড়োসড়ো বিপদের সম্মুখীন হবে গোটা সেনগুপ্ত পরিবার। মিশকার সন্তান সূর্যেরই এই কথা জানিয়ে সূর্যকে নিজের কাছে করার চেষ্টা করবে সে। তবে মিশকার চাল কতটা সত্যি হবে তা বোঝা যাবে আগামী দিনে।