বদমাশ মিশকাকে শায়েস্তা করতে সোনা-রুপার জব্বর প্ল্যান, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র দুর্ধর্ষ আগাম পর্ব

নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসা(Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) ধারাবাহিকে এই মুহূর্তে একটার পর একটা দুর্দান্ত পর্ব চলেছে। আগামী দিনে আরও ধামাকা হতে চলেছে এই ধারাবাহিকে। প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকায় দুর্দান্ত রেজাল্ট করে এই সিরিয়াল। এখানে সূর্য এবং দীপার কেমিস্ট্রির পাশাপাশি ছোট্ট সোনা-রুপাকে ভীষণ পছন্দ করেন দর্শকেরা। বলাই বাহুল্য, তারা এখন দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে।

এই বয়সে তাদের এত অসাধারণ অভিনয় সত্যিই প্রশংসা করেন সকলে। নিজেদের মা-বাবাকে ভালো রাখার জন্য এর আগে বহুবার ‘পচা আন্টি’ মিশকাকে শায়েস্তা করেছিল তারা। এবার আগামী পর্বে এই দুই খুদেকে কামাল দেখাতে চলেছে। এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন, সূর্য এবং দীপা এক হতেই নতুন প্ল্যান কষে ফেলেছে মিশকা। সূর্যের স্পার্ম ব্যবহার করে অবৈধভাবে সন্তানের জন্ম দিতে চলেছে সে।

তবে দীপা পুরোপুরি নিশ্চিত মিশকা মিথ্যে বলছে। তবুও মিশকার আত্মবিশ্বাস দেখে দীপার মনে তাকে নিয়ে প্রশ্ন জেগেছে। আর তাই এবার প্রমাণ জোগাড় করতে মিশকার বাড়িতে গিয়ে হাজির হয়েছে দীপা। এই ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছিল সোনা এবং রুপাকে সঙ্গে নিয়ে দীপা কোথাও একটা যাচ্ছে। সেনগুপ্ত বাড়ির লোকজনদের না বলেই সে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে যায়।

এবার দেখা যাবে, তারা তিনজন মিলে সোজা গিয়ে মিশকার বাড়িতে হাজির হয়েছে। এমনকি মিশকার বাড়িতে যাওয়ার সময় হাতে নিয়ে গেছে আইসক্রিম। কারণ আগের দিন রাতেই মিশকা সূর্যকে ফোন করে আইসক্রিম খাওয়ার কথা বলেছিল। আসলে মিশকা আশা করেছিল যে সূর্য তার সঙ্গে দেখা করতে আসবে। কিন্তু দরজা খুলতে সোনা-রুপা এবং দীপাকে দেখে তার আনন্দের বদলে দুঃখই হয়েছে।

আজকের পর্বে দেখানো হয়েছে, সোনা এবং রুপা মিশকার ঘর পুরো লন্ডভন্ড করে দিয়েছে। এরপরে পচা আন্টির কাছে তারা প্যানকেক খাওয়ার বায়না করে। এই কথা শুনে মিশকা অর্ডার করার কথা বলে কিন্তু তখনই এই সোনা রুপা তার ফোন কেড়ে নেয়। তাই বাধ্য হয়ে মিশকা রান্নাঘরে রান্না করতে যায়। কিন্তু সেখানেও শান্তি নেই, রান্নাঘরে গিয়ে মিশকাকে নাজেহাল করতে শুরু করে দেয় ছোট্ট সোনা-রুপা। এই ফাঁকে বাড়িতে প্রমাণ খোঁজে দীপা। অনেক খোঁজার পর দীপার হাতে কিছু না পেলে ডাক্তারের খোঁজ পায় দীপা। আগামী পর্বে দেখা যাবে, এই ডাক্তারের খোঁজ পেয়ে আসল সত্যি বেরিয়ে আছে কিনা।

Papiya Paul

X