নিউজশর্ট ডেস্কঃ এখন বাংলা সিরিয়াল হোক বা রিয়েলিটি শো টিআরপি শেষ কথা। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান'(Didi No 1) শীর্ষে পৌঁছে গিয়েছিল। এমনকি বিগত দু’সপ্তাহ ধরে টিআরপি তালিকাতে(TRP List) দুর্দান্ত রেজাল্ট ছিল এই নন ফিকশন শো-এর।
তবে এবার এক ধাক্কায় অনেকটাই নেমেছে টিআরপি রেটিং। প্রথম থেকেই জি বাংলার আরেকটি জনপ্রিয় দাদাগিরির সঙ্গে রেষারেষি চলত দিদি নাম্বার ওয়ান-এর। কিন্তু এইবার দিদি নাম্বার ওয়ান এক প্রকার মুখ থুবড়ে পড়েছে। এর কারণ হিসেবে অনেকেই মনে করছেন ভোটের ময়দানে বাংলা দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি ব্যস্ত হতে টিআরপি নিচের দিকে নেমেছে।
অভিনেত্রী এখন শুধুমাত্র অভিনেত্রী কিংবা ব্যবসায়ী নন, এখন রাজনীতির ময়দানে তার একটি নতুন পরিচিতি তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলে যুক্ত হওয়ার পরে তিনি এখন লোকসভার প্রার্থী পদ পেয়েছেন। হুগলির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়বেন। আর তাই ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন রচনা। ২৩কিন্তু সঞ্চালিকা যখন রাজনীতির ময়দানে পা দিয়েছেন, ওমনি শো-এর নিচের দিকে নেমেছে।
আরও পড়ুন: Manali Dey: ‘রোজ কিছু নিয়ে ঝগড়া’! প্রিয়জনের শোকে আবেগপ্রবণ পর্দার ‘শিমুল’ মানালি
তবে সত্যিই কি ভোটের জন্যই টিআরপি নিচের দিকে নেমেছে? আসলে এমন কিছুই নয়, জি বাংলার দিদি নাম্বার ওয়ান-কে এই সপ্তাহের টেক্কা দিয়েছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। আসলে যে কোন অ্যাওয়ার্ড ফাংশনে তারকাদের পারফরম্যান্সের দিকে নজর থাকে সকলের। দর্শকেরাও এই শো দেখার জন্য অপেক্ষা করে থাকেন।
চলতি সপ্তাহে দিদি নাম্বার ওয়ান-এর টিআরপি রেটিং ২.৭। অন্যদিকে সানডে স্পেশাল পর্বে টিআরপি রেটিং ৫.২। স্টার জলসা সানডে স্পেশাল এপিসোড ৭.৮ নম্বর পেয়েছে। তবে স্টার জলসা ফিকশন শোকে হারিয়ে সৌরভের দাদাগিরির রেটিং ৫.৩ হয়েছে।