খুশির খবর, স্টার জলসায় আসতে চলেছে ব্র্যান্ড নিউ প্রোগ্রাম, কবে থেকে শুরু? জানুন

নিউজশর্ট ডেস্কঃ দর্শকদের বিনোদন জোগাতে বাংলা সিরিয়ালগুলোর(Bengali Serial) জুড়ি মেলা ভার। আর তাই একাধিক নতুন নতুন চ্যানেলে সিরিয়ালগুলো দর্শকদের মন জয় করে রেখেছে। বাংলা বিনোদন জগতের চ্যানেলগুলোর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হল স্টার জলসা(Star Jalsa)। গত ১৫ বছরেরও বেশি সময় ধরে বাঙালি দর্শকদের আনন্দ দিয়ে আসছে এই চ্যানেল।

একটার পর একটা ব্লকবাস্টার সিরিয়াল এই চ্যানেল থেকে সম্প্রচারিত হয়েছে। এরমধ্যে এমন কিছু সিরিয়াল রয়েছে যা দীর্ঘদিন আগে শেষ হয়ে যাওয়ার পরেও দর্শকদের মনে সমান ভাবে জায়গা করে রেখেছে। আর এখন তো নিত্যনতুন সিরিয়াল নিয়ে আসছে এই চ্যানেল কর্তৃপক্ষ। এবার আবারো দর্শকদের জন্য খুশির খবর নিয়ে এসেছে স্টার জলসা।

সম্প্রতি শোনা গিয়েছে, খুব শীঘ্রই স্টার জলসায় একটি নতুন প্রোগ্রাম শুরু হতে চলেছে। তাহলে কি কোন রিয়েলিটি শো আসছে? নাকি অন্য কিছু সম্প্রচার করবে স্টার জলসা। গত ৮ সেপ্টেম্বর ছিল স্টার জলসার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে কেক কাটার অনেক সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দেখেছেন নেটিজেনরা।

এবার এই জন্মদিনকে আরো বেশি স্মরণীয় করে তুলতে একটি বিরাট প্রোগ্রামের আয়োজন করেছে স্টার জলসা। যেখানে স্টার জলসার প্রত্যেকটি ধারাবাহিকের নায়ক-নায়িকা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবে। কবে আসছে এই বিরাট প্রোগ্রাম?

আজকে এই অনুষ্ঠান উপলক্ষে স্টার জলসার সমস্ত ধারাবাহিকের শুটিং বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এমনিতেই এবছর স্টার জলসা পরিবারের অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়নি। তাই এই প্রোগ্রামটিকে বেশি ধুমধাম করে পালন করতে চাইছে চ্যানেল কর্তৃপক্ষ।  খুব শীঘ্রই এই প্রোগ্রামের প্রোমো দেখতে চলেছেন দর্শকেরা।

Papiya Paul

X