কথায় বলে কারোর পৌষ মাস তো কারো সর্বনাশ। বর্তমানে বাংলা সিরিয়াল জগতের ক্ষেত্রে এই কথা একেবারেই প্রযোজ্য। আইপিএলের দাপাদাপিতে টিআরপি কমছে স্টার জলসার (Star Jalsa) প্রাইম টাইমে থাকা বেশ কিছু সিরিয়ালের। আর এতেই সোনায় সোহাগা জি বাংলা (Zee Bangla)। আর সেই কারণেই এবার পুরনো সিরিয়ালের বদলে নতুন সিরিয়াল আনতে চাইছে চ্যানেল কর্তৃপক্ষ।
বিনোদন জগতে কান পাতলেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ঝাঁপ নামতে চলেছে স্টার জলসার বেশ কিছু ধারাবাহিকের। তার বদলে সম্প্রচার শুরু হবে নতুন চারটি ধারাবাহিকের। বর্তমানে টিআরপি তালিকায় জায়গা করতেই পারছে না ‘গাঁটছড়া’, ‘মেয়েবেলা’, ‘বাংলা মিডিয়াম’, ‘গুড্ডি’। এদিকে স্টার জলসার হাতে রয়েছে দীপান্বিতা হাজরা এবং সৈয়দ আরেফীনের ‘তুঁতে’ সহ বেশ কিছু সিরিয়াল।
নতুন সিরিয়াল গুলিকে জায়গা দিতে গিয়ে বন্ধ হতে পারে পুরনো সিরিয়াল গুলি। আসলে স্টার জলসার প্রত্যেকটি টাইম স্লট এখন ভর্তি। তবে নতুন সিরিয়াল আসা মানেই সেগুলি পাবে প্রাইম টাইম। অন্যদিকে প্রাইম টাইমে থাকা পুরনো সিরিয়াল যাদের ফলাফল খুবই খারাপ সেগুলি বন্ধ হয়ে যেতে পারে অথবা বদলে যেতে পারে স্লট।
বন্ধ হওয়ার পথে রয়েছে ‘মেয়েবেলা’। রুপা গাঙ্গুলী সিরিয়াল ছেড়ে দেওয়ার পরেই মুখ থুবড়ে পড়েছে বিতর্কিত এই ধারাবাহিক। বীথির চরিত্রে অনুশ্রী দাসকে মেনেই নিতে পারছেন না দর্শকেরা। অবস্থা খারাপ ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের। বিপরীতে জি বাংলার ‘নিম ফুলের মধু’ ভালো ফলাফল করছে।
বিগত কয়েকদিন ধরেই টিআরপি তালিকা কমে গিয়েছে ‘গাঁটছড়া’ সিরিয়ালের। খড়ি চলে যাওয়ার পর থেকে এই সিরিয়ালের প্রতি আগ্রহ হারিয়েছেন বহু দর্শক। যতদূর শোনা যাচ্ছে, অপেক্ষায় রয়েছে ‘তুঁতে’। এছাড়াও মিসিং ক্রু প্রোডাকশন হাউজের দুটি এবং যিশু সেনগুপ্তের প্রোডাকশন হাউসের থেকে একটি সিরিয়াল আসবে স্টার জলসায়।