নিউজশর্ট ডেস্কঃ সিরিয়াল(Bangla Serial), প্রতি গৃহস্থ বাড়ির সন্ধ্যার বিনোদনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। মূলত স্টার জলসা(Star Jalsa), জি বাংলার(Zee Bangla) সিরিয়ালগুলিই হয় সবচেয়ে বেশি জনপ্রিয়। এই সিরিয়ালগুলি দর্শক সংখ্যাও নেহাত কম নয়। তবে এবার এই দর্শকদের জন্যই একসঙ্গে রয়েছে সুখবর ও দুঃখের খবর। আসুন প্রথমেই জেনে নিই সুখবরটির কথা। সুখবরটি হল, পুজোর পরই আসতে চলেছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে'(Tumi Asepashe Thakle)।
এই সিরিয়ালের সুবাদে ফের ছোটপর্দায় ফিরছেন ‘ভজ গোবিন্দ’ খ্যাত অভিনেতা ‘রোহন ভট্টাচার্য’। আর তার সঙ্গে জুটি বাঁধছেন ‘অঙ্গনা রায়’। তবে একদিকে যখন এই সুসংবাদ অপরদিকে তেমনি এক দুঃসংবাদ রয়েছে দর্শকদের জন্য। আসলে বেশ কিছুদিন ধরেই TRP কম থাকায় কিছু সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা। এই তালিকায় রয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, গাঁটছড়া, বাংলা মিডিয়াম ও তুঁতের মত ধারাবাহিক।
একদা জনপ্রিয় হলেও এখন এইসব সিরিয়ালের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। তাই স্টার জলসার তরফে আসছে svf প্রযোজিত নতুন ধারাবাহিক ‘ তুমি আশেপাশে থাকলে’। বিশেষ এই সিরিয়ালের গল্প নিয়েও শোনা যাচ্ছে নানান মন্তব্য। কারোর মতে এর গল্প রহস্যে মোড়া, আবার কেউ বলছেন এর প্রেক্ষাপট তৈরি হয়েছে ভৌতিক গল্পের ওপর। অন্যান্য তথাকথিত ধারাবাহিকের থেকে একটু আলাদাই হতে চলেছে এই ধারাবাহিক।
জানা যাচ্ছে, এখানে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করবেন নায়ক। এছাড়াও বিশেষ এই সিরিয়ালে থাকবে দুজন অভিনেত্রী। অঙ্গনা রায় ছাড়াও দ্বিতীয় নায়িকা হিসেবে দেখা যাবে হিয়া নামের এক অভিনেত্রীকে। তবে নতুনের আগমন মানেই পুরাতনের গমন। সেই জন্যই সিরিয়াল ঘোষণা হওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল কোন সময় টেলিকাস্ট হবে এই সিরিয়াল। আর তার থেকেও বড় প্রশ্ন উঠছিল কোন সিরিয়ালের জায়গায়তেই বা টেলিকাস্ট হবে এই সিরিয়াল।
আর, এবারে সেই বিষয়েই পাওয়া গেল বড় আপডেট। জানা যাচ্ছে, খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে একদা স্টার জলসার বিখ্যাত সিরিয়াল ‘গাঁটছড়া’ । সেই স্লটেই আরম্ভ হতে চলেছে এই সিরিয়াল। বন্ধ হবার লিস্টে অনেক নাম থাকলেও শেষমেষ এই গাঁটছড়া বন্ধেরই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এবারে নতুন এই সিরিয়াল কতটা মানুষের মনে দাগ থাকতে পারে তার উত্তর দেবে সময়ই।