‘তোমাদের রানী’ সিরিয়ালের নায়ক-নায়িকা একেবারে নতুন মুখ! রইল নবাগত তারকাদের আসল পরিচয়

নিউজশর্ট ডেস্কঃ একেবারে অন্য ধারার গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে স্টার জলসা(Star Jalsa)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন সিরিয়ালের প্রোমো। যেখানে এক অন্তঃসত্ত্বা মায়ের ডাক্তার হয়ে ওঠার সংগ্রামের কাহিনী ফুটে উঠবে। এই সিরিয়ালের নাম ‘তোমাদের রানী'(Tomader Rani)। এখানে নায়ক-নায়িকার চরিত্রে যারা অভিনয় করছেন তারা একেবারেই নতুন মুখ।

এই সিরিয়ালে নায়িকা রানী এবং নায়ক দুর্জয়ের চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেতা-অভিনেত্রী। আজকের এই প্রতিবেদনে এই নতুন তারকাদের আসল পরিচয় আপনাদেরকে জানাবো। এখানে নায়িকার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অভিকা মালাকার(Avika Malakar)। এটাই তার প্রথম অভিনয় ডেবিউ। একেবারে অন্যরকম চরিত্রে অভিনয় করছেন তিনি।একজন গর্ভবতী মায়ের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণের গল্প। যেখানে তার পাশে দাঁড়াবে না কেউই।

এমনকি তার স্বামী দুর্জয় তার পাশে দাঁড়ানো তো দূর, উল্টে তাকে বোঝানোর চেষ্টা করে যাতে এই অবস্থায় ডাক্তারি পরীক্ষা দিতে না যায়। যদিও স্বামীর বারণ না শুনে একাই পরীক্ষা দিতে যায়। আর পরীক্ষা দিয়ে যখন রেজাল্ট বেরোয় তখন নিজের সন্তানকে সঙ্গে নিয়েই রেজাল্ট দেখতে যায়। আর এত বাধা সত্বেও পরীক্ষায় পাশ করে রানী। এরপরে নিজের লড়াই কিভাবে সে করবে তা দেখতে অপেক্ষা করতে হবে দর্শকদের।

এখানে নায়ক দুর্জয়ের চরিত্রে অভিনয় করবেন অর্ক প্রভ(Arka Provo), সিরিয়াল শুরুর আগেই এই নতুন জুটিকে বেশ পছন্দ করেছেন দর্শকেরা। অনেকেই নায়িকার সৌন্দর্যের প্রশংসাও করেছেন।

Papiya Paul

X