Papiya Paul

হেরে ভূত ‘পাঠান’! বক্স অফিস কালেকশনে প্রথম দিনেই রেকর্ড গড়ল সানি দেওলের ‘গদর ২’

নিউজশর্ট ডেস্কঃ Gadar 2 Box Office Collection : বলিউডের(Bollywood) অন্যতম সুপারহিট সিনেমা(Cinema) সানি দেওয়ালের ‘গদর এক প্রেমকথা’ (Gadar: Ek Prem Katha)। ২০০১ সালে মুক্তি পেয়েছিল এই ব্লকবাস্টার সিনেমা। এর ঠিক ২২ বছর পর গতকাল সিনেমাহলে মুক্তি পেয়েছে এই ছবির সিক্যুয়েল ‘গদর ২'(Gadar 2) , সানি দেওল(Sunny Deol) এবং আমিশা প্যাটেল(Amisha Patel) অভিনীত এই ছবির মুক্তির অপেক্ষায় বসেছিলেন অসংখ্য ভক্তরা। এই ছবি মুক্তির পরেই বক্স অফিসে(Box Office) ধামাকা করেছে এই সিনেমা।

   

প্রথম দিনে কুড়ি লক্ষ টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার। অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী দিনে বক্স অফিসে বিরাট ধামাকা করবে সানি দেওলের এই ছবি। প্রথম দিনে কত কোটি টাকার ব্যবসা করলেও গদর ২? এই প্রশ্নই ঘুরপাক করছে অনুরাগীদের মনে। গত ৫ই আগস্ট থেকে এই ছবির অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছিল। আর বহু মানুষ অগ্রিম বুকিং করেও ফেলেছেন। আর অগ্রিম বুকিং-এর ক্ষেত্রেও নতুন ইতিহাস তৈরি করেছে এই সিনেমা।

এক সপ্তাহ আগেই প্রায় ৩০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। শুধুমাত্র ‘পিভিআর’ থেকেই প্রায় ১২ হাজার টিকিট বিক্রি হয়েছিল। অন্যদিকে ‘সিনেপলিস’ থেকে বিক্রি হয়েছিল প্রায় ৯ হাজার ৩৫০ টিকিট। ভারতের বড় বড় মাল্টিপ্লেক্স ট্রেন গুলোতে প্রথম দিনে ২০ কোটি টাকার ব্যবসা করতে সক্ষম হয়েছে এই সিনেমা। জানা গিয়েছে, পাটনাতে ৭৫?% সিট অগ্রিম বুকিং-এর মাধ্যমে ভরে গিয়েছে।

জয়পুরে ৪৪% টিকিট বুকিং হয়েছে অগ্রিম বুকিং-এর মাধ্যমে। তবে এইসব হিসাব করলেও যেটা সবচেয়ে বড় প্রশ্ন আগামী দিনে এই ছবি ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে। যদিও প্রথম দিনের রেকর্ড হিসাবে ‘পাঠান’র পর ‘গদর টু’ হবে দ্বিতীয় সব থেকে বড় ওপেনিং হিন্দি ছবি। আগামী দিনে এই সিনেমা সংক্রান্ত  জানার জন্য চোখ রাখতে হবে নিউজশর্টের পেজে।