বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘বরণ’, এই সিরিয়ালে তিথি-রুদ্রিকের প্রেম দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা। দুজনের খুনসুটি, মিষ্টি রোম্যান্স সবকিছুই খুব ভালোবাসেন দর্শকরা। কয়েকদিন আগেই তিথি ও রুদ্রিকের হানিমুন যাওয়া নিয়ে বাকযুদ্ধ চলছিল। তিথি যেতে চায় দিঘা, পুরী বা দার্জিলিং, অন্যদিকে রুদ্রিকের পছন্দ প্যারিস, সুইজারল্যান্ড বা মালদ্বীপ। তবে এবার এই সিরিয়ালের নতুন প্রোমো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এই প্রোমোতে দেখানো হয়েছে, তিথি নিজের সফলতা, শিক্ষা সব কিছু নিয়ে শ্বশুরবাড়ির লোকেদের বলেন। তিথি বলেন যে মাধ্যমিকে সে সেকেন্ড হয়, উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছিল। এরপরে MBA পাশ করে। এখানেও সে টপার হয়। এরপর বিদেশি কোম্পানিতে চাকরি পায় তিথি। এরপরেই সেই প্রোমো শেষ হয়। আর এই প্রোমো নিয়ে কটাক্ষের শিকার হয় এই সিরিয়াল। এরকম ফালতু স্ক্রিপ্ট শুনে ভিরমি খান নেটজনতা।
এই ভিডিও দেখে কেউ কমেন্ট করেছেন যে এত পড়াশুনা করে স্টার জলসায় অভিনয় করছে, কোন অহংকার নেই। আবার কেউ কেউ বলেছেন,” রায় ও মার্টিন পুস্তক গুলির জন্য এই সাফল্য হয়েছে।”এর আগেও এরকম বহু সিরিয়ালের স্ক্রিপ্ট নিয়ে সমালোচনা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিও –