TRP লিস্টে কোনো জায়গা নেই, শেষ হচ্ছে ‘এক্কা দোক্কা’? মুখ খুললেন রাধিকা ওরফে সোনামণি

নিউজশর্ট ডেস্কঃ টিআরপি(TRP) এখন বাংলা সিরিয়ালগুলোর(Bengali Serial) ক্ষেত্রে ভাগ্য ও নির্ধারণ করছে। যেই সিরিয়ালের টিআরপি কম সেই সিরিয়াল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন নির্মাতারা। সেরকমই টিআরপি লিস্ট থেকে কার্যত ছিটকে যাওয়া একটি সিরিয়াল স্টার জলসার(Star Jalsa) ‘এক্কা দোক্কা'(Ekka Dokka)। শুরুর দিকে মাঝেমধ্যে টিআরপি লিস্টে জায়গা পেলেও বিগত বহু মাস ধরে এই সিরিয়ালের রেটিং লিস্টে আর দেখা নেই। নায়ক বদলানোর পরেও সিরিয়ালের রেজাল্টে কোন বদল আসেনি।

শুরুতে রাধিকা এবং পোখরাজের গল্প দিয়ে সিরিয়াল শুরু হলেও পরবর্তীকালে এই সিরিয়ালের টুইস্ট বাড়াতে এন্ট্রি নেন প্রতীক সেন। কিন্তু তবুও কোন ম্যাজিক করতে পারলেন না লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। এরই মধ্যে স্টার জলসার তরফ থেকে নতুন সিরিয়ালের প্রমো শেয়ার করা হয়েছে। এই সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’, এটি সম্প্রচারিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর রাত ন’টা থেকে। ওই সময়ে দেখানো হত এক্কা দোক্কা। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই ঘুম উড়েছে এই সিরিয়াল প্রেমীদের।

‘গুড্ডি’র পরে কি শেষ হয়ে যাচ্ছে ম্যাজিক মোমেন্টস এর আরেকটি মেগা? অন্তত টলিপাড়ার অন্দর থেকে তেমন গুঞ্জন উঠছে। সম্প্রতি এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসের তরফ থেকে রাধিকা ওরফে সোনামণি সাহার(Sonamoni Saha) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি সরাসরি বললেন যে এক্কা দোক্কা শেষ হচ্ছে কিনা সেটা আনুষ্ঠানিকভাবে তিনি জানেন না। এই সিরিয়ালের ভবিষ্যৎ এখনো নির্ধারিত হয়নি। চ্যানেল এবং প্রযোজনা সংস্থা এই বিষয়টা নিয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত নিলে তারাই সবার প্রথম জানতে পারবেন।

এর আগেও সোনামণি সাহার অপর একটি সিরিয়াল ‘মোহর’ টিআরপি তালিকায় ভালো ফলাফল না করার জন্য বেশ কিছু মাস দুপুরের স্লটে সম্প্রচারিত হয়েছিল। সিরিয়ালের ক্ষেত্রেও কি তেমনটা ঘটবে? অভিনেত্রী এই প্রশ্নের উত্তরে বললেন যে হয়তো! পুরো বিষয়টাই এখন অনিশ্চিত। এখনো চ্যানেলের সঙ্গে প্রযোজনা সংস্থার এই বিষয় নিয়ে কোন মিটিং হয়নি। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই একটি সিদ্ধান্তে পৌঁছাবে প্রযোজনা সংস্থা। এরপর জি বাংলার ফ্লপ সিরিয়াল ‘সোহাগ জল’ এবং বর্তমান সময়ের ‘খেলনা বাড়ি’র কাছেও হেরে গিয়েছে স্টার জলসার এই মেগা।

প্রথমদিকে ভালো শুরু হলেও পরবর্তীকালে টিআরপি লিস্টে কেন জায়গা হলো না এক্কাদোক্কার? এর উত্তরে অভিনেত্রী খানিক হতাশার সুরে বললেন, অনেক সময় অনেক গল্প মানুষের জানা থাকে। মানুষের মনে হয়েছে এই গল্পটা তাদের ভালো লাগছেনা, কিংবা এই গল্পটা তাদের জানা, এই ধরনের কিছু একটা হতে পারে। ট্র্যাক চেঞ্জ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “মাঝখানে যখন কমলিনির প্রবেশ ঘটলো, তখন থেকে টিআরপি আরো নিচে পড়তে থাকলো।” এই সিরিয়াল শেষ হওয়ার পর তিনি কি করবেন? অভিনেত্রী জানিয়েছেন যে এই মুহূর্তে তার কাছে অন্য প্লাটফর্মে কাজের বেশ কিছু অফার আছে। সিরিয়াল শেষ হলে সেগুলো নিয়ে তিনি ভাবনা চিন্তা করবেন। আর সিরিয়াল শেষ না হলে টিভির পর্দায় তাকে নিয়মিত দেখতে পাবেন দর্শকেরা। এমনটাই জানিয়েছেন সোনামণি।

Papiya Paul

X