নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। দিনের পর দিন দর্শকমহলে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। দর্শকদের কাছে এখন সিনেমা কিংবা ওয়েব সিরিজের মতই বাড়ছে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই নির্মাতারা জোর দিচ্ছেন ভিন্ন স্বাদের ধারাবাহিক নির্মাণের ওপর।
অবসর জীবনে একঘেয়েমি কিংবা ক্লান্তি দূর করতে একেবারে ম্যাজিকের মত কাজ করে এই মেগা সিরিয়ালগুলি। তাই পছন্দের বাংলা সিরিয়াল টেলিভিশনের পর্দায় না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের কাছে। তাই যদি কখনও সিরিয়ালের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হবে ভেবে দেখেছেন? কি করবেন দর্শকরা?
এই কথা বোধহয় কল্পনাও করতে চান না সিরিয়াল প্রেমীরা। কিন্তু এবার এমনই এক অনিচ্ছাকৃত ঘটনা ঘটে গেল বাংলা সিরিয়ালের জগতে। আচমকাই শোনা যাচ্ছে স্টার জলসা থেকে জি বাংলার সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু কেন? শোনা যাচ্ছে টলিপাড়ায় নাকি আরো একবার বন্ধ হতে চলেছে একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালের শুটিং।
প্রসঙ্গত এর আগে ২০২১ সালে করোনা পরবর্তী সময়ে আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের মধ্যে মতপার্থক্যের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বাংলা সিরিয়ালের শুটিং। পরে অবশ্য গিল্ডদের সঙ্গে মতবিরোধের কারণেও ধারাবাহিক বন্ধ হয়েছে। আবার সেই একই ঘটনা ঘটলো বাংলা সিরিয়ালের জগতে। আর তার জন্যই মঙ্গলবার সকাল থেকে কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুন: TRP কমলেও একই আছে জনপ্রিয়তা! জগদ্ধাত্রীকে টেক্কা দিয়ে সেরার সেরা দীপা!
জানা যাচ্ছে টলিপাড়ার ইলেকট্রিশিয়ান গিল্ডের কিছু সদস্যকে গিল্ডের আসন্ন নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়া হয়েছে। ক্রমাগত হুমকির মুখে পড়তে হয়েছে তাদের, তাই তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। এপ্রসঙ্গে একটি সংবাদমাধ্যমে ধারাবাহিকের জগতের একজন সহকারী পরিচালক জানিয়েছেন, ‘সকাল থেকেই কাজ বন্ধ রয়েছে। কি করবো জানিনা। ফ্লোরে অনেকক্ষণ ধরে ইউনিট বসে রয়েছে।’ যদিও এবিষয়ে দর্শকদের আশ্বস্ত করে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন ‘সকালে একটু সমস্যা হয়েছিল। কিন্তু পরে সমস্যা মিটে গেছে আমরা শুটিং বন্ধ করাকে সমর্থন করি না।’