Star Jalsha Roshnai Serial gets trolled for wedding on Video Call

উড়ন্ত সিঁদুর অতীত, ভিডিও কলে হল সিঁদুরদান! বাংলা সিরিয়ালের কান্ড দেখে হাসি চাপা দায় নেটপাড়ার

নিউজশর্ট ডেস্কঃ বাঙালি দর্শকদের বিনোদনের জন্য একাধিক মেগা (TV Serial) সম্প্রচারিত হয় টিভির পর্দায়। যেখানে কখনো খুশি, কখনো দুঃখ তো কখনও আবার দমফাটা হাসির কান্ড ঘটতেই থাকে। তবে সম্প্রতি ষ্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল ‘রোশনাই’ (Roshnai) এর একটি পর্ব হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই গল্পে শন বন্দ্যোপাধ্যায়ের (Sean Banerjee) সাথে জুটি বেঁধেছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী (Anushka Goswami)

দর্শকদের দীর্ঘদিনের অভিযোগ সিরিয়াল শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই বিয়ের ট্র্যাক চলে আসে। এরপর ত্রিকোণ প্রেম থেকে পরকীয়ার ট্র্যাক ঢুকে পরে। তবে সে সব আসার আগেই বিয়ে নিয়ে চলে আলাদাই উন্মাদনা। কারণ কখনো ধাক্কা লেগে বিয়ে তো কখনো উড়ন্ত সিঁদুরে বিয়ে দেখানো হয়েছে টেলিভিশনে। যদিও এবার সেসব অতিথি করে ডিজিটাল যুগে ভার্চুয়াল বিয়ে অর্থাৎ ভিডিও কলে বিয়ে করে সিঁদুরদানের পর্ব দেখা গেল।

হ্যাঁ ঠিকই দেখছেন, ভিডিও কলেই সিঁদুরদান সম্পন্ন হয়ে বিয়ে হয়ে গিয়েছে রোশনাই সিরিয়ালে। যা দেখে হাসি চেপে রাখা দায় হয়েছে দর্শক থেকে নেটিজেন সকলের। আসলে বর্তমান ট্র্যাকে দেখা যাচ্ছে পরিচারিকার পরিচয়ে রোশনাইকে বাড়ি নিয়ে আসে অরণ্য। কিন্তু রোশনাইয়ের ব্যাগে শাঁখা পলা, সিঁদুর দেখতে পাওয়ায় সকলেই সন্দেহ করতে শুরু করে যে সে বিবাহিত। এমনকি সকলের চাপে পড়ে বিয়ের কথা স্বীকারও করে ফেলে সে। কিন্তু বড় আসবে কোথা থেকে? বিয়েটা যে হয়েছে সেটাতো কেউ জানেই না।

Roshnai Serial, রোশনাই ধারাবাহিক

আরও পড়ুনঃ ‘হাসি ছাড়া কিছুই আসছে না…’, স্লটলিডার হয়েও বন্ধ মেগা, চ্যানেলকে কটাক্ষ অপরাজিতার!

তাই শেষমেশ ভিডিও কলেই বরকে দেখানোর সিদ্ধান্ত নেয় রোশনাই। এরপর দেখা যায় এক ব্যক্তি অন্ধকারে বসে হাতে সিঁদুর গিয়ে ফোনের ওপার থেকে পরিয়ে দিচ্ছেন। এদিকে রোশনাই নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পরিয়ে নিচ্ছে। ব্যাস হয়ে গেল ‘ভিডিও কলে বিয়ে’।

এমন একটা অভিনব বিয়ে দেখে নেটিজেনদের কেউ খিল্লি উড়িয়েছে তো কেউ আবার কটাক্ষ করেছেন। একজন লিখেছেন, ‘যাক তাও তো নতুন কিছু দেখল দর্শক। উড়ন্ত সিঁদুর দেখে দেখে একঘেয়ে হয়ে গেছিল।’ অন্যজনের মতে, ‘নেশা করে আলাদা জায়গাতেই পৌঁছে গেছেন।’ এই ধরণের প্রচুর মন্তব্য এসেছে রোশনাই নিয়ে করা পোষ্টে।

প্রসঙ্গত, অল্প কিছুদিন হল শুরু হয়েছে রোশনাই। রাত ৮টায় সম্প্রচারিত এই মেগাতে শন বন্দ্যোপাধ্যায় ও অনুষ্কা গোস্বামীর জুটিকে দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে উষসী চক্রবর্তীর মত তারকারা। ইতিমধ্যেই সেরা দশ সিরিয়ালের তালিকায় নাম উঠে গিয়েছে রোশনাইয়ের। শেষ প্রকাশিত টিআরপি তালিকা অষ্টম স্থানে রয়েছে ধারাবাহিকটি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X