Anurager Chowa

Moumita

অনুরাগের ছোঁয়ায় ফিরছে DDLJ ম্যাজিক, সোনা-রূপা, দীপা-সূর্য সবাই এখন পাহাড়ে ব্যস্ত, রইল আপকামিং ভিডিও

চলতি সময়ের এক আলোচিত সিরিয়াল (Bengali Serial) হল স্টার জলসার (Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি (TRP) তালিকায় রাজ করছে সিরিয়ালটি। তবে সম্প্রতি সময়ে খানিকটা ভাঁটা পড়েছে সেই জনপ্রিয়তায়। এই সপ্তাহের টিআরপি পয়েন্টও কমেছে।

   

আগের পর্বেই দেখেছেন সূর্য আর দীপা একসাথে খাবার বানিয়েছে। আর এই দুজন একসাথে থাকবে আর ঠোকাঠুকি লাগবেনা তাই কখনও হয়! বেশ মজাদার নোকঝোক শুরু হয়েছে দুজনের মধ্যে। সবজি কাটতে গিয়ে হাতও কেটে ফেলেছে সূর্য। দীপা সূর্যর হাতে ব্যান্ডেজও করে দেয়।

আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে, সোনাকে নিয়ে দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করছে সূর্য। তার সাথে যাচ্ছে গোটা সেনগুপ্ত পরিবার। এদিকে দীপাও একটি লাকি ড্র-তে দার্জিলিং ট্যুর জিতে নিয়েছে। সে-ও রূপাকে নিয়ে ঘুরতে যাচ্ছে দার্জিলিং।

এমতাবস্থায় স্টার জলসার তরফ থেকে একটি নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে সোনা-রূপা একসাথে একই ট্রেনে উঠেছে। ওদিকে দীপা আটকে গেছে প্লাটফর্মে। ততক্ষণে ট্রেনও ছেড়ে দিয়েছে। এদিকে সূর্য দাঁড়িয়ে আছে ট্রেনের দরজার সামনে।

https://www.instagram.com/p/Cow6ujlPe_s/?utm_source=ig_web_copy_link 

দীপাকে দেখে খানিকটা চমকেই গেছে সে। তবে স্ত্রীকে বিপদে দেখে সাহায্যের হাত বাড়াতে কিন্তু ভোলেনি। হাত বাড়িয়ে দীপাকে টেনে তুলে নেয় সে। ঠিক যেন ডিডিএলজে-র কাজল শাহরুখ। সবে মিলিয়ে বলাই যায় দার্জিলিং-এ বড় চমক আসছে। কেমন কাটবে সোনা রূপার দার্জিলিং ট্যুর। তা জানার জন্য অবশ্যই দেখুন স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’।