Anurager Chowa

Moumita

‘তোর সঙ্গে আজ আমাকে নে’, দূরত্ব ভুলে কাছাকাছি সূর্য-দীপা, দার্জিলিংয়ে চুটিয়ে রোম্যান্স করছেন দুই তারকা

চলতি সময়ের এক আলোচিত সিরিয়াল (Bengali Serial) হল স্টার জলসার (Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি (TRP) তালিকায় রাজ করছে সিরিয়ালটি। আর এখন তো চলছে দার্জিলিংয়ে (Darjeeling) চুটিয়ে প্রেম।

   

সে যাই হোক, আপাতত চলছে দার্জিলিং ট্যুর। একদিকে গোটা সেনগুপ্ত পরিবার পৌঁছে গেছে দার্জিলিংয়ে। অপরদিকে রূপাকে নিয়ে দীপাও পৌঁছে গেছে শৈলশহরে। তবে এই জার্নি যে অতটাও সহজ হয়নি তা তো সকলেই জানেন। মাঝ রাস্তায় সূর্য আর দীপার দেখা হয়ে যাওয়ার পর সে এক ধুন্ধুমার কান্ড।

সূর্য তো বলেই বসেছিল যে, সে আর কিছুতেই দার্জিলিং যাবেনা। তবে দীপা বুদ্ধি করে সেই প্ল্যান বানচাল করে দেয়। এমনভাবে সূর্যকে ট্রিগার করে যে, সে দার্জিলিং যেতে বাধ্য হয়। যদিও এই গোটা ঘটনায় লাবণ্য বেশ খুশি। আলাদা আলাদা হলেও ছেলে বৌমার ফাইনাল ডেস্টিনেশন যে এক, সেটা ভেবেই আনন্দিত তিনি।

 যারা নিয়মিত ধারাবাহিকটি দেখছেন তারা তো জানেনই, আগামি পর্বে দেখানো হবে যে, ভিডিও বানাতে বানাতে কাছাকাছি আসবে সূর্য আর দীপা। তবে তারপর কী হবে সেটা যদিও এখনও জানা যায়নি। আবার এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যা দেখার পর থেকে উত্তেজনায় লাফাচ্ছে ভক্তরা‌।

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,অনুরাগের ছোঁয়া,নতুন এপিসোড,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Television,Anurager Chowa,New Episode,Darjeeling,দার্জিলিং

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জনপ্রিয় রোমান্টিক বাংলা গানে নাচছে দুজনে। পরনেও শুটিংয়েরই কস্টিউম। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে যে, কোনো ভক্ত সিরিয়ালের শুটিং চলাকালীন এই ভিডিওটি শুট করেছেন। তাহলে কি খুব শীঘ্রই সূর্য দীপার রোম্যান্টিক মুহূর্ত দেখতে পাবো আমরা? জানতে হলে দেখতে থাকুন স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’।