Guddi

আর একঘেয়ে গল্প পছন্দ করছে না দর্শক, শেষ হতে চলেছে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম চর্চিত ধারাবাহিক ‘গুড্ডি’ (Guddi) নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই। একটার পর একটা আলোচনা চলতেই থাকে। আসলে সিরিয়ালে (Bengali Serial) দুটো সম্পর্ককে নিয়ে যেভাবে টানাটানি চলছিল তাতে চর্চা হওয়ারই কথা যদিও। তবে এবার যে খবর এসেছে তা সত্যিই চমকে যাওয়ার মত।

যারা নিয়মিত ধারাবাহিকটি দেখছেন তারা তো জানেনই যে, অনেক কিছু বদলে গেছে গুড্ডি সিরিয়ালে। মাঝে লম্বা লিপ নিয়েছে সিরিয়ালটি। গুড্ডি এখন বড় অফিসার। সময়ের সাথে সাথে বদলেছে তার দায়িত্ব এবং মনের পরিস্থিতিও। এখন সে অনুজের প্রতি থাকা তার ফিলিংসকে দাবিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওদিকে বদলেছে অনুজের জীবনও। এখন তার জীবনে পুবলু ছাড়া আর অন্য কোনোকিছুর গুরুত্ব নেই। পুবলুকে আঁকড়ে ধরেই বাকি জীবনটা কাটাতে চায় সে। তাকে দেখে বোঝার সাধ্যি নেই যে, কয়দিন আগে এই ছেলেটাই গুড্ডির জন্য আত্মহত্যা করতে গেছিল।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গুড্ডি নতুন এপিসোড,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Guddi,New Episode,বন্ধ হচ্ছে গুড্ডি,Guddi Is taking to air off

সর্বপরি, গুড্ডি সিরিয়াল যেন এখন নদীর মোহনা। উত্তাল, উন্মাদ, উচ্ছৃঙ্খল নদী যেমন মোহনায় এসে শান্ত হয়ে যায়, ঠিক তেমনই শান্ত হয়ে গেছে গুড্ডি অনুজের অপূর্ন ভালোবাসা। এসবের মাঝেই সিরিয়ালে এন্ট্রি নিয়েছে এক সাধুবাবা।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গুড্ডি নতুন এপিসোড,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Guddi,New Episode,বন্ধ হচ্ছে গুড্ডি,Guddi Is taking to air off

এরপর থেকেই নেটিজেনদের মনে একটা প্রশ্ন বড্ড ঘুরপাক খাচ্ছে, তবে কি গুড্ডি এবার বন্ধের মুখে। আর তারই এত তোড়জোড়‌। সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই দেখতে পাবেন, অনেকেই ধারণা করছে যে, এই সাধুবাবাই সম্ভবত যুধাজিৎ-র বাবা। গুড্ডি জিৎ-র মিলনের পাশাপাশি এবার তাদের বাবা মায়েরও মিলন হবে বলেই ধারণা সবার।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গুড্ডি নতুন এপিসোড,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Guddi,New Episode,বন্ধ হচ্ছে গুড্ডি,Guddi Is taking to air off

আর এর থেকেই নেটিজনরা ধারণা করছে, লীনা গাঙ্গুলী সম্ভবত এবার ধারাবাহিকটি শেষ করতে চান। আর তিনি হয়ত সকলের জীবনেই একটি হ্যাপি এন্ডিং দেখিয়ে গল্পের ইতি টানার কথা ভাবছেন। যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও কোনো আপডেট দেওয়া হয়নি, তবে নেটিজেনদের ধারণা খুব সম্ভবত এটাই হতে চলেছে আগামী দিনে।

Avatar

Moumita

X