Bengali Serial

তড়তড়িয়ে বাড়বে TRP, বাংলা টেলিভিশনে আসছে আরেক নতুন আধ্যাত্মিক সিরিয়াল, প্রকাশ্যে সম্প্রচারের দিনক্ষণ

দিন কয়েক আগেই স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে ভক্তিমূলক সিরিয়াল ‘রামপ্রসাদ’ (Ramprasad)। সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury), পায়েল দে ও সুস্মিলি আচার্যদের নিয়ে তৈরী হয়েছে এই গল্প। এই অভিনেতাকে প্রথম দিন থেকেই ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে দর্শকমহল। সাধক রামপ্রসাদ এবং তার সঙ্গে তার শ্যামা মায়ের রসায়ন খুব সুন্দরভাবে ফুটে উঠছে এই সিরিয়ালে।

একথা তো সকলেই জানেন যে, ‘রামপ্রসাদ’কে জায়গা দিতে সরে যেতে হয়েছে ‘বালিঝড়’কে। ঝোড়া-মহার্ঘ্য আর স্রোতের ত্রিকোণ প্রেমের গল্পকে সরিয়ে তার জায়গায় এসেছে এই নতুন সিরিয়াল। আর এবার খবর, খুব শীঘ্রই আরো একটি আধ্যাত্মিক সিরিয়াল নিয়ে আসছে স্টার জলসা।

আসলে রামায়ণ, মহাভারতের পাশাপাশি আধ্যাত্মিক কাহিনী নির্ভর গল্পগুলিকেও খুব পছন্দ করে দর্শকমহল। ইতিমধ্যেই মা দুর্গা, মা লক্ষ্মী, সন্তোষী মা, শনিদেব থেকে শ্রীকৃষ্ণের উপর তৈরি সিরিয়ালগুলি সফলভাবেই চলেছে। আর এবার মা বৈষ্ণোদেবী নামের একটি নতুন সিরিয়াল‌ টেলিকাস্ট করতে চাইছে স্টার জলসা।

চ্যানেল সূত্রে খবর, এই সিরিয়ালটি নতুন করে তৈরি হবেনা। বরং স্টার হিন্দি চ্যানেল স্টার ভারতের একটি সিরিয়ালের বাংলা ডাবিং সম্প্রচারিত হবে। প্রসঙ্গত, মা বৈষ্ণোদেবী হলেন দেবী আদিশক্তির এক রূপ। মানুষকে রক্ষা করার জন্য মনুষ্য জন্ম নিয়েছিলেন তিনি। সেই কাহিনীই দেখানো হবে পর্দায়।

ইতিমধ্যেই হিন্দি বলয়ের দর্শক ভালোই উপভোগ করেছে সিরিয়ালটি। টিআরপিও পেয়েছে ভালোই। তাই এবার এই ধারাবাহিকের বাংলা ডাবিং করতে চলেছে স্টার জলসা। পাশাপাশি জানা যাচ্ছে, রাত এগারোটার স্লটে দেওয়া হবে এই মেগা। দেখা যাক নতুন এই ধারাবাহিক মানুষের মনে কতটা জায়গা করে নিতে পারে!

Avatar

Moumita

X