Star Jalsha's New Serial Subho Bibaho will replace Jol Thoi Thoi Bhalobasha

Partha

TV Serial: TRP থাকা সত্ত্বেও লালবাতি, শেষের পথে ষ্টার জলসার জনপ্রিয় সিরিয়াল! মাথায় হাত দর্শকদের

নিউজশর্ট ডেস্কঃ বাঙালি দর্শকদের বিনোদনের খিদে মেটাতে ভিন্ন স্বাদের নানা কাহিনীর সিরিয়াল (Bengali Serial) সম্প্রচারিত হয় হয় ষ্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলার মত চ্যানেলগুলি। কিন্তু গল্প যেমনই হোক ধারাবাহিকের আয়ু নির্ভর করে টার্গেট রেটিং পয়েন্টের উপর। TRP ভালো থাকলেই ৫০০-১০০০ পর্ব পার, আর কমলেই ইতির পথে এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে।

   

ভালো টিআরপি থাকায় কয়েক বছর চলেছে এমন সিরিয়ালের উদাহরণ যেমন রয়েছে, তেমনি কম টিআরপি হওয়ায় ৩ মাসেই বন্ধ হয়েছে একাধিক মেগা। উদাহরণস্বরূপ শুরুর মাত্র এক মাসেই শেষ হয়েছিল ভক্তিমূলক ধারাবাহিক ‘ভক্তির সাগর’। বদলে এসেছে নতুন মেগা ‘তুমি আশেপাশে থাকলে’।

তবে ইতিমধ্যেই ‘তুমি আশেপাশে থাকলে’র টাইমস্লট পরিবর্তন করা হয়েছে। বদলে জায়গা নিয়েছে প্রতীক সেন ও রত্নপ্রিয়ার নতুন ধারাবাহিক ‘উড়ান’। তবে এখানেই চমকের শেষ হয়, যারা টেলিপাড়া ফলো করেন তারা জানেন, জোর গুঞ্জন রয়েছে শীঘ্রই আসছে হানি বাফানা ও সোনামনি সাহার নতুন গল্প ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। যেটার জন্য অপেক্ষায় রয়েছেন সোনামনি ফ্যানরা।

Jol thoi thoi bhalobasa, জল থই থই ভালোবাসা

আরও পড়ুনঃ প্রসেনজিৎ নয়, কাকে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ মনে করেন দেবশ্রী? চমকে দিচ্ছে অভিনেত্রীর উত্তর

ষ্টার জলসার পক্ষ থেকে ঘোষণা হয়ে গিয়েছে আগামী ১৭ই জুন থেকে ৯টার সময় দেখা যাবে সিরিয়ালটি। কিন্তু মুশকিল হল নতুন মেগা আসা মানেই কোনো না কোনো একটি ধারাবাহিকের ইতি। তাহলে কি এই সময় হওয়া ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Bhalobasha) শেষ হয়ে যাবে? এই প্রশ্ন জাগছে দর্শকদের মনে। যদিও এই বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা মেলেনি। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই সংক্রান্ত আপডেট পাওয়া যাবে।

প্রসঙ্গত, হানি বাফানা ও সোনামনির আসন্ন সিরিয়াল ‘শুভ বিবাহ’ এর প্রোমো সুপার ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও দেখলেই বোঝা যায়, বাকি ধারাবাহিকের গল্প থেকে একটু হাটকে এই কাহিনী। এক ডিভোর্সি মেয়ের কাহিনী তুলে ধরা হবে এই মেগার মধ্যে দিয়ে। কিভাবে সে নিজের পরিবারের কাছেই বোঝে হয় উঠেছে, সকলেই চাইছে কোনোমতে টাকা আবারও বিয়ে দিয়ে দিতে।

বিয়ে দেওয়ার জন্য বাড়ির লোকে ডিভোর্সের ব্যাপারটা লুকিয়ে যেতে চাইলেও সম্পর্কের শুরু সত্যি দিয়েই শুরু করতে চায় সে। তাছাড়া ওয়েডিং ডেকোরেশনের কাজ করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে সে। এমনই এক বিয়ে বাড়ির কাজে প্রথম দেখা ব্যবসায়ী হিরোর (হানি বাফানা) সাথে। এবার কিভাবে এগোবে গল্প? সেটাই দেখার।