WB Government Holiday for 3 Days in June check list

ভোট মিটতেই সুখবর! টানা ছুটি পাবেন সরকারি কর্মীরা, রইল পশ্চিমবঙ্গ সরকারের ভ্যাকেশন লিস্ট

নিউজশর্ট ডেস্কঃ এমনিতেই সরকারি কর্মীদের ছুটির (Government Holiday) সংখ্যা বেশ লম্বা। তবে বিগত প্রায় দেড় মাস ধরে চলছিল লোকসভা ভোট। যার জেরে স্কুল কলেজ সমস্তটাই বন্ধ ছিল। সবেমাত্র স্কুল খুলেছে তবে ছুটির রেশ এখনও কাটেনি পড়ুয়াদের। এদিকে ভোট মিটতেই সুখবর মিলল রাজ্য সরকারি কর্মীদের (State Government Employee) জন্য। সেটা হল ১ বা দু দিন নয়, টানা ৩ দিনের ছুটি পেতে চলেছেন রাজ্যসরকারের কর্মীরা।

মে মাসে গরমের ছুটি তো ছিলই, অনেকেই গ্রীষ্মকালীন ছুটিতে দার্জিলিং, সিকিম সহ সমুদ্র-পাহাড় নানানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন। গরম থেকে বাঁচতে পাহাড়ে পর্যটকের সংখ্যা ছিল রেকর্ড পরিমাণ। তবে এবার আবারও ৩ দিনের ছুটির খবর পাওয়া যাচ্ছে। যেটা শোনার পরেই খুশি সরকারি কর্মীরা। কবে থেকে কবে মিলবে ছুটি? চলুন জেনে নেওয়া যাক।

তিন দিনের ছুটি ঘোষণা রাজ্য সরকারের

আগামী ১৭ই জুন পড়েছে বাকরি ঈদ। দিন রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও ছুটি রয়েছে। এবার ভাবছেন তিনদিন কি করে ছুটি হয়? তাহলে বলি ১৭ই জুন হল সোমবার। তাই তার আগেই শনি ও রবিবার থাকবে।

Mamata Banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুনঃ ফ্রি রেশন আর নয়! কেন্দ্রের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই মাথায় হাত নিম্ন মধ্যবিত্তের

অর্থাৎ শনি, রবি ও সোম মিলিয়ে তিন দিনের টানা ছুটি পাওয়া যাবে। এই লম্বা ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করতে শুরু করেছেন। বিশেষ করে যাদের ভোটের ডিউটি ছিল তাদের জন্য তো একেবারে সোনায় সোহাগা। ৩ দিনের এই ছুটিতে চাইলে ছোট্ট করে একটা উত্তরবঙ্গ ট্রিপ করে নেওয়াই যেতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X