Business Idea

anita

Business Idea: বিন্দু থেকে সিন্ধু! ১০ হাজারের ব্যবসা থেকেই, হাজার হাজার টাকা আয় করছেন মহিলারা

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে আমাদের দেশের প্রত্যেক মহিলাদেরই (Woman) স্বনির্ভর (Self-Employed) হওয়ার প্রয়োজন। তাই চাকরি না পেলেও অনেকে নিজেই বাড়ি বসেই ছোট বড় নানা ধরনের ব্যবসা (Business) করে প্রতি মাসে ভালো টাকা উপার্জন (Earn Money) করছেন। তবে ব্যবসা করার ক্ষেত্রে প্রথমেই বাঁধা হয়ে দাঁড়ায় পুঁজি।

   

যে কোনো  ব্যবসা শুরু করতে গেলেই প্রথমেই দরকার হয় বেশ কিছু টাকার।  তবে এখনকার দিনে এমন অনেক ব্যবসা রয়েছে যা খুবই কম টাকা দিয়ে শুরু করে ভালো টাকা লাভ করা যেতে পারে।

বিশেষ করে যে সমস্ত মহিলারা ঘরের কাজেই  ব্যস্ত থাকেন তারাও অবসর সময়ে এই ব্যবসা শুরু করতে পারেন। আসুন তাহলে জানা যাক কম পুঁজিতে মহিলাদের জন্য লাভজনক দুর্দান্ত কয়েকটি ব্যবসায়িক বুদ্ধি সম্পর্কে (Business Idea)।

ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,ব্যবসা,Business,টাকা উপার্জন,Earn Money,মহিলা,Women,কম বাজেট,Low Budget,বিশাল আয়,Huge Income,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এক্ষেত্রে প্রথমেই রয়েছে ঘি-এর ব্যবসা। প্রসঙ্গত আমাদের দেশে ঘি হল এমনই একটা খাদ্য দেশজুড়ে প্রায় সারা বছরই যার ব্যাপক  চাহিদা থাকে। আর এখনকার দিনে খাঁটি জিনিসের বড়ই অভাব। তাই কেউ যদি বাড়িতেই ঘি তৈরি করে তা বিক্রি করতে পারেন তাহলে  ধীরে ধীরে তার ব্যবসা বড় হতেই থাকবে।

আরও পড়ুন: মাত্র ৮০ টাকায় সুরক্ষিত সম্পত্তি! আসছে নতুন বীমা পলিসি, জেনে রাখলে কাজে দেবে

এছাড়াও রয়েছে বাড়িতেই খাবার তৈরির ব্যবসা। বাড়িতেই বিভিন্ন ধরনের স্ন্যাকস কিংবা মুখরোচক খাবার তৈরি করেও বিক্রি করা যেতে পারে। তাছাড়া এই ব্যবসাটি শুরু করতে গেলে খুবই কম টাকা খরচ হয়। জানলে অবাক হবেন মাত্র ৫ থেকে ১০ হাজার টাকার মধ্যেই শুরু করা যায় এই ব্যবসা। পাশাপাশি বাড়িতেই আচার তৈরি করেও তা বিক্রি করে ভালো টাকা উপার্জন করা যেতে পারে।

ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,ব্যবসা,Business,টাকা উপার্জন,Earn Money,মহিলা,Women,কম বাজেট,Low Budget,বিশাল আয়,Huge Income,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রসঙ্গত এখনকার দিনে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মেহেন্দির ব্যাপক চাহিদা রয়েছে। তাই এই মেহেন্দির ব্যবসা করেই আয় করা যেতে পারে হাজার হাজার টাকা। তবে মেহেন্দি তৈরি করতে বেশ কিছু জিনিসের প্রয়োজন হয় ঠিকই, কিন্তু এই ব্যবসাও মাত্র ১০ হাজার টাকা দিয়েই শুরু করা যেতে পারে।