এখন অনেক মানুষের চাকরি থেকে ব্যবসার দিকে ঝোক বেশি থাকে। অনেকেই আবার অল্প সময়ের মধ্যেই ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করতে চান। তবে এটা ঠিক সঠিক ভাবে যদি কোন ব্যবসা শুরু করা যায় তাহলে খুব সহজে ভাল টাকা উপার্জন করা সম্ভব হয়। মাঝেমধ্যেই এরকম নানা ব্যবসা সম্পর্কে খবরের পাতায় দেখতে পাওয়া যায়। ঠিক যেমন এই প্রতিবেদনে নতুন একটি ব্যবসা সম্পর্কে আপনাদেরকে জানাবো।
আপনারা খুব কম টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন এবং এরপর মোটা টাকা উপার্জনও করতে পারেন। এই ব্যবসা হল চিঁড়া উৎপাদনের ব্যবসা। চিঁড়া একটি পুষ্টিকর খাবার হিসেবে ধরা হয়। সকালের ব্রেকফাস্ট হিসেবে অনেকেই চিঁড়া খেতে পছন্দ করেন। আর এই চিঁড় দিয়ে যেকোনো খাবার তৈরি করা খুব সহজ। চিঁড়ার বাজারদর বর্তমানে বাড়ছে। এদিক থেকে ভাবলে আপনি একটি চিঁড়া উৎপাদন ইউনিট তৈরি করে আপনার ব্যবসা বাড়িতেই শুরু করতে পারেন।
Khadi and Village Industries Commission (KVIC)- এই রিপোর্ট মারফত জানা গেছে, চিঁড়া উৎপাদন ইউনিটের জন্য আপনার ব্যয় হতে পারে প্রায় ২.৪৩ লক্ষ টাকা। তবে এক্ষেত্রে আপনি ৯০ শতাংশ পর্যন্ত ঋণ যেতে পারেন সরকার থেকে।সুতরাং আপনি মাত্র ২৫ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। একজন ইচ্ছুক ব্যবসায়ী এই ইউনিট স্থাপন করতে তার জায়গা লাগবে ৫০০ বর্গফুট আর এর জন্য আপনাকে খরচ করতে হতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত।
এর সাথেই চিঁড়া মেশিন, চালুনি, প্যাকিং মেশিন, ড্রাম এগুলোর জন্য আরও ১ লক্ষ টাকা খরচ হবে আপনার। অর্থাৎ মোট খরচ হবে দ২ লক্ষ টাকা। এছাড়াও কার্যকরী মূলধন হিসাবেহিসেবে ব্যয় হবে ৪৩ হাজার টাকা। আবার কাঁচামাল বাবদ আপনার খরচ হবে প্রায় ৬ লক্ষ টাকা। এই খরচ করে আপনি যদি ১০০০ কুইন্টাল চিঁড়া উৎপাদন করেন তাহলে আপনার মোট খরচ প্রায় ৮.৬০ লক্ষ টাকা। আর এটি ১০ লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন।