Business

কোনোরকম বিনিয়োগ ছাড়াই শুরু করুন এই ব্যবসা, বছরে কামান লাখ লাখ টাকা! আপনাকে পুরো সাহায্য করবে সরকার

বাংলার মসনদে বসার পর থেকেই কর্মসংস্থানের দিকে মনোযোগ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যুবক-যুবতীর সাবলম্বী করতে তুলতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। সম্প্রতি এমন এক প্রকল্প এনেছে মমতার সরকার যা ব্যবহার করে আপনি খুব সহজেই হয়ে উঠতে পারবেন বিজনেস ম্যান। এমন কি এই ব্যবসা করার জন্য আপনাকে পকেট থেকে দিতে হবে না একটা পয়সাও। সবটাই দেবে সরকার।

যেকোনো ধরণের ক্ষুদ্র ব্যবসা করতে চাইলেই লোন দেবে সরকার। অর্থাৎ ব্যবসা আপনার কিন্তু টাকা সরকারের। আসলে অল্প পুঁজি ফাঁসিয়ে ছোটোখাটো ব্যবসা করলে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় সেই ব্যবসা দাঁড় করাতে। তবে রাজ্য সরকারের এই প্রকল্পের আয়ত্তাধীনে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে আপনাকে বহু দিনের অপেক্ষা করতে হবেনা।

রাজ্যের তরুণ প্রজন্মকে আয়ের উৎস্য দেখাতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনি শুরু করতে পারেন চালকল, তেলকল, মশলা, কেক, পেস্ট্রি, পাউরুটি, বেকারি আইটেম, সবজি, মধু, মাশরুম, দুধ সহ বহু ব্যবসা। ব্যবসার শুরুতেই ১০ লক্ষ টাকা আপনাকে লোন দেবে সরকার।

রাজ্য সরকার,মমতা বন্দ্যোপাধ্যায়,ক্ষুদ্র শিল্প,মধু চাষ,West Bengal Government,Mamata Banerjee,New Business Idea,Honey Farming

যদি আপনি কারখানা তৈরী করে ব্যবসা বাড়াতে চান সেক্ষেত্রে ২৫ লক্ষ টাকা লোন আপনাকে দেবে রাজ্য সরকার। এই টাকা শোধ করার জন্য খুব অল্প পরিমান ভূর্তুকি দিতে হবে আপনাকে। ভবিষ্যতে কারখানা বাড়লেও সরকার থাকবে আপনার পাশে। কারণ কারখানা বাড়লেই সৃষ্টি হবে কর্ম সংস্থানের।

রাজ্য সরকার,মমতা বন্দ্যোপাধ্যায়,ক্ষুদ্র শিল্প,মধু চাষ,West Bengal Government,Mamata Banerjee,New Business Idea,Honey Farming

সূত্র মারফত জানা যাচ্ছে, আগেও ছিল এই ধরণের প্রকল্প। বরাদ্দ করা হয়েছিল ২ কোটি টাকা। তবে সেই টাকা দিত কেন্দ্র সরকার। কিন্তু বর্তমানে কেন্দ্র সরকার সেই প্রকল্প বন্ধ করে দিয়েছে আর সেকারণে তরুণ প্রজন্মের পাশে দাঁড়াতে এই প্রকল্প শুরু করল রাজ্য সরকার। তবে আপাতত এই প্রকল্পের সুবিধা পাবেন গ্রামের বাসিন্দারা।

Avatar

Additiya

X