উৎসবের মরশুমে ধামাকা অফার দিচ্ছে SBI, PNB! একেবারে কম সুদে মিলবে হোম লোন থেকে কার লোন

নিউজশর্ট ডেস্কঃ কিছুদিন আগেই শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজো শেষ হলেও এখন বাকি রয়েছে দীপাবলি থেকে ভাইফোঁটা, ধনতেরাস সবকিছু। আর এই আগাম উৎসবের মরশুমে অনেকেই অনেক কিছু নতুন কিনে থাকেন। নতুন জামা কাপড়ের পাশাপাশি অনেকেই নতুন বাড়ি, গাড়ি কিনতে চান। কিন্তু নতুন বাড়ি, গাড়ি কেনা তো আর পোশাক কেনার মত এত সহজ নয়।

যারা টাকা দিয়ে সহজে বাড়ি কিনতে পারেন না তাদের ব্যাংকের(Bank) দারস্ত হতে হয়। আর সাধারণ মানুষের কথা ভেবে এই উৎসবের মরশুমে সাধারণ মানুষের কথা ভেবে একের পর এক আকর্ষণীয় অফার নিয়ে এসেছে বিভিন্ন ব্যাংকগুলো। এবারও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া(State Bank Of India), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাঙ্ক অফ বরোদা দুর্দান্ত কিছু অফার নিয়ে এসেছে। চলুন তাহলে এই নতুন অফার সম্পর্কে বিস্তারিত বলা যাক।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা এবার ৮.৭ শতাংশ হারে কার লোন নিতে পারবেন। আর এই উৎসবের মরশুমে এই ব্যাংক গাড়ি ঋণ গ্রহীতাদের প্রসেসিং ফি এবং ডকুমেন্টেশন চার্জ থেকে ছাড় দিচ্ছে। আর যেসব গ্রাহকেরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে হোম লোন নিতে চান তাদের জন্য ৮.৪ শতাংশ হারে সুদ নেওয়া হচ্ছে। এর সাথেই কোন প্রসেসিং ফি এবং ডকুমেন্টেশন চার্জ নেওয়া হচ্ছে না। আপনি যদি লোন নিতে চান তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইট থেকে এই লোনের জন্য আবেদন করতে পারেন।

এছাড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষ অফার ক্যাম্পেন ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ অবধি চালু থাকবে। এই ক্যাম্পেনের আওতায় স্টেট ব্যাংকের গ্রাহকেরা হোম লোনের সুদের হারে বিরাট ছাড় পেয়ে যেতে পারেন। তবে এক্ষেত্রে ডিসকাউন্ট কত হবে সেটা আর সম্পূর্ণ নির্ভর করছে ক্রেডিট স্কোর কত তার ওপরে। আপনার ক্রেডিট স্কোর যত ভালো হবে সুদের হারের ওপর ছাড় তত বাড়বে। সুদের হারে ৬৫ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় দেবে এই ব্যাংক।

punjab national bank account holder to getting loan for 10 lacs

আবার অন্যদিকে ব্যাঙ্ক অফ বরোদা বিশেষ ফেস্টিভাল ক্যাম্পেনের আওতায় গ্রাহকদের বিরাট ছাড় দিচ্ছে। এই ক্যাম্পেইনটি চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এক্ষেত্রে হোম লোনের ক্ষেত্রে সুদের হার ৮.৪ শতাংশ থেকে শুরু হচ্ছে। এই ব্যাংকের ক্ষেত্রে কোন প্রসেসিং ফি নেওয়া হচ্ছে না। গাড়ি ঋণের ক্ষেত্রে ৮.৭ শতাংশ হারে সুদ নেওয়া হচ্ছে। এই গাড়ি ঋণের ক্ষেত্রে কোন প্রসেসিং ফি নেওয়া হবে না।

Papiya Paul

X