নিউজশর্ট ডেস্কঃ নিজেদের কষ্ট উপার্জিত অর্থ নিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষ সবার থেকে উপরে ব্যাংক এবং পোস্ট অফিসের উপর নির্ভর করে। আর দেশের সবচেয়ে বৃহত্তম ব্যাংক হিসাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(State Bank Of India) জনপ্রিয়তা সবসময় বেশি। দেশের বহু মানুষের ব্যাংক একাউন্ট রয়েছে এই ব্যাংকে। আর তাই জন্য এসবিআই(SBI) কোনরকমের কোন কিছু পরিবর্তন আনলে চিন্তায় পড়ে যান গ্রাহকেরা। তবে এই ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের জন্য এমন কিছু অফার থাকে যেগুলো অন্যান্য ব্যাংকের তরফ থেকে পাওয়া যায় না।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 4 ধরনের সেভিংস অ্যাকাউন্ট(Savings Account) রয়েছে। যেগুলো সম্পর্কে বহু মানুষ এখনো অবগত নন। এই সকল অ্যাকাউন্টে এমন কিছু সুবিধা দেওয়া হয় যা গ্রাহকেরা একেবারে লুফে নেয়। চলুন তাহলে এই অ্যাকাউন্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
১) বেসিক সেভিংস অ্যাকাউন্ট: দেশের নিম্ন আর্থিক শ্রেণীর মানুষদের জন্য এই অ্যাকাউন্ট বরাদ্দ করা হয়েছে। এই ধরনের অ্যাকাউন্টে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষেরা কেওয়াইসি জমা করে একাউন্ট খুলে নিতে পারেন। একাউন্টের সঙ্গে চেকের ব্যবস্থা না থাকলেও ডেবিট কার্ডের ব্যবস্থা রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের অ্যাকাউন্ট যাদের রয়েছে সেই গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স মেইনটেইন করতে হয় না।
২) স্মল সেভিংস একাউন্ট – ১৮ বছরের উর্ধ্বে যে কোন ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। যাদের বৈধ কেওয়াইসি নেই, এই অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে যেহেতু বৈধ কেওয়াইসি থাকে না তাই জন্য এই অ্যাকাউন্ট চালানোর ক্ষেত্রে বিশেষ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই অ্যাকাউন্ট এর জন্যও ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন হয় না। তবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এই একাউন্টে রাখতে পারবেন। এই অ্যাকাউন্টের সঙ্গে ডেবিট কার্ড প্রদান করা হয়ে থাকে।
৩) রেগুলার সেভিংস একাউন্ট- কেওয়াইসি সহ সমস্ত ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট ব্যাংকে জমা দিতে হয়। এই একাউন্ট থেকে গ্রাহকেরা সব ধরনের সুবিধা নিতে পারেন। বেশি মানুষ এই অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। এক্ষেত্রেও গ্রাহকদের মিনিমাম ব্যালেন্স মেইনটেইন করতে হয় না।
৪) সেভিংস অ্যাকাউন্টস ফর মাইনর্স- পড়ুয়াদের জন্য ব্যাংকের তরফ থেকে এই ধরনের অ্যাকাউন্ট খোলানো হয়েছে। এই একাউন্টের আবার বিভিন্ন রকমের ভাগ রয়েছে, পেহেলা কদম, পেহেলি উড়ান। এই অ্যাকাউন্ট যাদের রয়েছে তারা সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন। তবে এই টাকা থেকে দৈনিক খরচ করার ক্ষেত্রে সর্বাধিক ২০০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধতা রয়েছে। এখানেও মিনিমাম ব্যালেন্স মেইনটেইন করতে হয় না।