নিউজশর্ট ডেস্কঃ সকলেই চান নিজের একটা বাড়ি হোক। যেই বাড়িতে তিনি পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। কিন্তু বর্তমান সময়ে একটা বাড়ি তৈরি করা কিংবা ফ্ল্যাট কেনা অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে। তাই এই অর্থের অভাবের জন্যই বহু মানুষের স্বপ্ন পূরণ হয় না।
আবার অনেকেই এই স্বপ্ন পূরণ করার জন্য বিভিন্ন ব্যাংকের কাছে লোন নেওয়ার জন্য যান। বর্তমানে প্রায় সব ব্যাংকেই হোম লোন দেওয়া হয়। আপনিও যদি হোম লোন নেওয়ার চেষ্টা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই করে ফেলুন।
এই প্রতিবেদনে স্টেট ব্যাংকের(State Bank Of India) তরফ থেকে হোম লোন(Home Loan) নেওয়ার বিষয়ে বিস্তারিত জানানো হলো। স্টেট ব্যাংক থেকে ১০ বছরের জন্য ৪০ লক্ষ টাকার হোম লোন নিলে কত টাকা করে ইএমআই দিতে হবে তা জানানো হলো। ১ এপ্রিল ২০২৪ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৯.১৫% সুদের হারে হোম লোন প্রদান করছে। এক্ষেত্রে ১০ বছরের জন্য যদি ৪০ লক্ষ টাকার হোম লোন নেওয়া হয় তাহলে এই সুদের হারে হোম লোন প্রদান করতে হবে।
আরও পড়ুন: PPF and NPS: PPF ও NPS গ্রাহকদের জন্য বড়সড় খবর, এই অফার হাতছাড়া করলে চরম পস্তাবেন
তবে যেসব গ্রাহকদের CIBIL স্কোর প্রায় ৮০০, তারা এই ৯.১৫% হারে হোম লোন পাবেন। আর যাদের সিভিল স্কোর আরো ভালো তারা একটু কম সুদের হারে লোন পাবেন। এক্ষেত্রে ১০ বছরের জন্য যদি ৪০ লক্ষ টাকার হোম লোন নেওয়া হয়। তাহলে প্রত্যেক মাসে গ্রাহককে ৫০,৯৯৬ টাকা পরিশোধ করতে হবে।
অর্থাৎ গ্রাহককে মোট সুদ দিতে হবে ২১,১৯,৪৭২ টাকা। ৪০ লক্ষ টাকার হোম লোন নিলে গ্রাহককে মোট পরিশোধ করতে হবে ৬১,১৯,৪৭২ টাকা। তবে একটা জিনিস মনে রাখতে হবে যেকোনো ধরনের আর্থিক কাজ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।