পার্থ মান্নাঃ সবেমাত্র শেষ হয়েছে দুর্গাপূজা, ঘরে ঘরে চলছে মা লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি। এরপর সামনেই দীপাবলি, তবে তার আগেই গ্রাহকদের জন্য দুর্দান্ত সুখবর দিল দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রাহকদের চমকে দিয়ে দিওয়ালি ও কালীপুজোর আগেই সুদের হার কমানোর ঘোষণা করলো এসবিআই। স্বাভাবিকভাবেই এই খবর পাওয়ার পর খুশি আমজনতা থেকে শুরু করে লোন গ্রাহকরা। কতটা কমলো সুদের হার? জানতে হলে আজকে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
যেমনটা জানা যাচ্ছে এস বি আই এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে MCLR বা এসিআই এর সুদের হার ২৫ বেসিক পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে। তবে এম সি এল আর ছাড়া অন্য কোন আহারে পরিবর্তন করা হয়নি। গত ১৫ই অক্টোবর থেকেই নতুন এমসিএলআর কার্যকর করা হবে বলে জানা যাচ্ছে।
MCLR এর অর্থ কি?
আসলে লোন নেওয়ার ক্ষেত্রে MCLR শব্দটি ব্যবহার করা হয়। MCLR এর পূরকথা হল Marginal Cost of Funds Based Lending Rating। আরও ভালো করে বলতে গেলে MCLR হল ব্যাঙ্কের দেওয়া লোনের উপর থাকা সবচেয়ে কম সুদের হার। এই এমসিএলের এর উপরেই ব্যাঙ্কের লোনের সুদের হার নির্ভর করে। যেটা। ০.২৫ বেসিক পয়েন্ট কমানো হয়েছে। যার ফলে রাযাত্রাটি এমসিএলের ৮.২% হবে। আর এক মাসের রেট হবে ৮.৪৫% থেকে কমে ৮.২০%। তবে অন্যান্য সুদের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হবে না।
নতুন এমসিএলের অনুযায়ী ছয় মাসের MCLR রেট ৮.৮৫% ও এক বছরের রেট ৮. ৯৫% করে দেওয়া হয়েছে। একইভাবে ২ বছরের লোনের ক্ষেত্রে MCLR ৯.০৫% ও তিন বছরের ক্ষেত্রে ৯.১% করা হয়েছে।
তাই এই সময় যারা লোন নিতে ইচ্ছুক তারা লোন নিলে অনেকটা কম সুদে লোন পেয়ে যেতে পারবেন। আপনি যদি লোন নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে এখনই SBI ব্যাঙ্কে যোগাযোগ করুন। কারণ লোনের উপর কম সুদ মানেই EMI কম দিতে হবে ও লোনের মোট টাকা পরিশোধের অঙ্কটাও অনেকটাই কমে যাবে।