State Bank of India MIS Investment Scheme to get Monthly returns

একবার বিনিয়োগ করলেই প্রতিমাসে আসবে ৫০০০টাকা! দুর্দান্ত রিটার্ন দিচ্ছে SBI-র এই স্কিম

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে গ্রাহকদের জন্য ব্যাঙ্কের তরফ থেকে একাধিক সঞ্চয়ী প্রকল্প (Savings Scheme) লঞ্চ করা হয়। ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট থেকে শুরু করে আরও একাধিক স্কিম প্রদান করা হয় ভালো রিটার্নের জন্য। FD ও RD এর ক্ষেত্রে ৪-৬% সুদ পাওয়া গেলেও বেশ কিছু স্কিম রয়েছে যেখানে প্রতিমাসেই দুর্দান্ত রিটার্ন পাওয়া যেতে পারে। আজ আপনাদের রাষ্ট্রায়াত্ত স্টেট ব্যাঙ্ক ও ইন্ডিয়া বা SBI এর একটি বিশেষ ইনভেস্টমেন্ট স্কিম (Investment Scheme) সম্পর্কে জানাবো।

বলার অপেক্ষা রাখে না দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। SBI এর Annuity Deposit Scheme এ যদি বিনিয়োগ করা যায় তাহলে প্রতিমাসে একেবারে গ্যারেন্টীড ইনকাম পাওয়া যেতে পারে। তবে অনেকেই এখনও এই স্কিম সম্পর্কে জানেন না। তাছাড়াই এক্ষেত্রে কোনো রিক্সও থাকে না। তাই আপনিও যদি বিনিয়োগ করতে চান তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

SBI Annuity Deposit Scheme

এই স্কিমে বিনিয়োগ করলে গ্রাহকেরা প্রতিমাসে নূন্যতম ১০০০ টাকা পাবেন। তবে তার জন্য একটা টাকা ফিক্সড করে দিতে হবে। তবে মজার বিষয় হল এই স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের উপর কোনো লিমিট নেই। ১০০০ টাকা পাওয়ার জন্য ৬০,০০০ টাকা ফিক্স করতে হয় তাই আপনি যদি এককালীন ৬ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলেই প্রতিমাসে ১০০০০ টাকা পেতে পারেন!

Get Rs 10000 per month with SBI SWP Plan detailed calclations
get rs 10000 per month with sbi swp plan detailed calclations

আরও পড়ুনঃ শিল্পকে বাঁচাতে বড় উদ্যোগ! গোটা রাজ্যে খুলবে “বাংলার শাড়ি” আউটলেট, শুরু কলকাতা থেকেই

তবে মনে রাখতে হবে এই প্রকল্পে বিনিয়োগের সময় অনুযায়ী সুদের হার পরিবর্তিত হয়। যেটা আপনার প্রতি মাসে পাওয়া টাকার অঙ্ক নির্ধারণ করবে।  সাধারণত ২-৩ বছরের খেরে ৭% ও ৫-১০ বছরের জন্য বিনিয়োগ করলে ৬.৫% সুদ দেওয়া হয়। তবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের পরিমাণ ০.৫০% বেশি অর্থাৎ প্রথম ক্ষেত্রে ৭.৫% ও দ্বিতীয় ক্ষেত্রে ৭% হরে সুদ মিলবে।

প্রতিমাসে কত টাকা পাওয়া যাবে?

আগেই বলেছি বিনিয়োগের রাশি ও সময়ের উপর নির্ভর করছে প্রতিমাসে কতটাকা করে পাওয়া যাবে। উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তি ১০ লক্ষ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ৭% হারে প্রতিমাসে ৫৮৩৩ টাকা করে পাবেন। তবে একই টাকা যদি কোনো প্রবীণ নাগরিক বিনিয়োগ করেন তাহলে তিনি ৭.৫% হারে সুদ পাওয়ার দরুন ৬২৫০ টাকা পাবেন প্রতিমাসে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X