নিউজশর্ট ডেস্কঃ ভবিষ্যতের জন্য সঞ্চয় করা উচিত একথা বাঙালি পরিবারের বড়রা সর্বদাই ছোটদের বলে থাকেন। তাছাড়া যে হরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে এখন থেকে টাকা না জমালে পরবর্তীকালে দরকার পড়লে মুশকিল হয়ে দাঁড়াবে। তবে প্রশ্ন হল কোথায় টাকা রাখলে নিরাপদও থাকবে আর ভালো রিটার্নও পাওয়া যাবে? আজ আপনার এই প্রশ্নের উত্তর সহ ইনভেস্টমেন্ট প্ল্যান রইল এই প্রতিবেদনেই।
গ্রাহকদের জন্য দুর্দান্ত স্কিম আনল SBI
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোটি কোটি মানুষ নিজের টাকা রাখার জন্য SBI এর উপরেই ভরসা করেন। তাই গ্রাহকদের জন্য ছোট থেকে বড় একাধিক বিনিয়োগের প্রকল্প অফার করা হয় ব্যাঙ্কের তরফ থেকে। সঠিকভাবে বিনিয়োগ করতে পারলেই নিশ্চিতভাবে মোটা রিটার্ন পাওয়া সম্ভব। আজ এমনই একটি প্রকল্প রেকারিং ডিপোজিট সম্পর্কে জানাবো আপনাদের।
SBI Recurring Deposit Scheme
ব্যাঙ্ক থেকে শুরু করে পোস্ট অফিস দুই জায়গাতেই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। যেখানে প্রতিমাসে কিছু কিছু করে টাকা জমা করা যায়। বদলে সেভিংস অ্যাকাউন্টার তুলনায় বেশ ভালো সুদ পাওয়া যায়। আর একটু বেশি সময় টাকা রাখলেই সুদে আসলে লক্ষাধিক টাকা ফেরত পাওয়া যায়। যেমন আপনি যদি মাত্র ৩০০০ টাকা প্রতিমাসে রাখতে শুরু করেন তাহলে সেটাই ৫ বছর পর আপনাকে ৩ লক্ষ ১২ হাজার টাকারও বেশি রিটার্ন দিয়ে দিতে পারে।
SBI RD এ কত রিটার্ন পাওয়া যাবে?
যদি আপনি ৫ বছর প্রতিমাসে ৩ হাজার টাকা করে RD অ্যাকাউন্টে জমা করেন তাহযে আপনি মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা দিলেন। এই টাকার সাথে ৫ বছরে ৬.৫% হিসাবে সুদ যোগ হয়ে মোট ২ লক্ষ ১২ হাজার ৯৭২ টাকা রিটার্ন পাওয়া সম্ভব। আর যদি একই টাকা আপনি ১০ বছর ধরে দিতে থাকেন তাহলে ৩ লক্ষ ৬০ হাজার দিয়ে মোট ৫ লক্ষ ৬ হাজার ৯৬৬ টাকা রিটার্ন পেতে পারেন।