Papiya Paul

বড়োসড়ো সুখবর! ফিক্সড ডিপোজিটে ১০ শতাংশ সুদ দিচ্ছে SBI! এই অফার সম্পর্কে শুনেছেন কখনো?

নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষ তাদের উপার্জিত অর্থ সঞ্চয়ের জন্য ব্যাঙ্কের ওপরেই সবথেকে বেশি নির্ভর করে। তাই নিজেদের গ্রাহকদের খুশি করতে ব্যাঙ্কগুলিও নানা রকমের পরিষেবা প্রদান করে থাকে। আবার এখন এই ব্যাঙ্কে একাউণ্ট খোলার ক্ষেত্রেও প্রতিযোগিতা চলে এসেছে। তাই একে-অপরকে টেক্কা দিতে ফিক্সড ডিপোজিটের উপরে এখন বেশি ইন্টারেস্ট দিচ্ছে ব্যাঙ্কগুলি।

   

এই মুহূর্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে(SBI ) টেক্কা দিতে HDFC ব্যাঙ্ক দুটি উচ্চমাত্রার সুদের ফিক্সড ডিপোজিট(Fixed Deposit) স্কিম চালু করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, একসময় এই এসবিআই(State Bank Of India) ব্যাঙ্ক তার গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের উপর ১০% সুদ অফার করেছিল। নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছেন। তবে এই ঘটনাটি একদম সত্যি।

SBI-এর ওয়েবসাইটে থাকা ফিক্সড ডিপোজিটের সুদের হারের ইতিহাস যদি আপনি দেখেন তাহলে দেখবেন ১ বছর থেকে ২ বছরের কম সময়ের এফডির জন্য সুদের হার ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। ২০০৮ সালের ১৬ আগস্ট এটি করা হয়েছিল।  ২০০৮ সালের ১ লা অক্টোবর পর্যন্ত এই একই হারে সুদ দেওয়া হত। তবে পরে এটি কমানো হয়েছিল।

এখন এসবিআই দ্বারা এফডিতে ৬.৮ শতাংশ হারে সুদ দেওয়া হয়। ১০০০ দিনের স্থায়ী আমানতের জন্য, এসবিআই ১ অক্টোবর, ২০০৮-এ সুদের হার বাড়িয়ে ১০.৫% করেছিল, যেটি আবার ১ ডিসেম্বর, ২০০৮-এ ১০% এ সংশোধিত করা হয়েছিল।