নিউজশর্ট ডেস্কঃ টাকা পয়সা সঞ্চয়ের ব্যাপারে সকলেই ব্যাঙ্কের উপর ভরসা করেন। বর্তমানে সরকারি ও বেসরকারি দুই ধরণের ব্যাঙ্কই রয়েছে তবে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে টাকা রাখাই বেশি নিরাপদ মনে করেন সকলে। কিন্তু সম্প্রতি যেটা জানা যাচ্ছে সেটা কেউ কল্পনাও করতে পারেননি। জানা যাচ্ছে দেশের সবচেয়ে বড় দুই ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এর সমস্ত লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
কিন্তু কেন আচমকা এমন একটা সিদ্ধান্ত নেওয়া হল? আপনার মত এই প্রশ্ন উঠে এসেছে সকলের মাথাতেই। তাই আপনার যদি SBI বা PNB ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। অবিলম্বে এই দুই ব্যাঙ্কের সমস্ত লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকাতে স্পষ্ট জানানো রয়েছে কোনো বিনিয়োগ করা যাবে না। স্বাভাবিকভাবেই এমন একটা খবর প্রকাশ্যে আসার পর চিন্তায় পড়ে গিয়েছে আমজনতা।
তবে স্বস্তির খবর একটাই যে এটা পশ্চিমবঙ্গে নয় বরং কর্নাটকে হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই নির্দেশ জারি করেছেন স্টেট ডিপার্টমেন্টকে। মূলত তহবিল তছরুপের অভিযোগ আসার প্রিয় এই সিদ্ধান্ত। বিগত ১২ই অগাস্ট এই মর্মে অর্থ সচিব পিসি জাফর বিজ্ঞপ্তি জারি করেন। ব্যাঙ্কে যত টাকা রাখা আছে তা সব তুলে ফেলতে হবে স্টেটের ডিপার্টমেন্টগুলিকে। এর জন্য আগামী ২০ সেপ্টেম্বর অবধি সময় দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আপনার স্বপ্নের বাড়ি করতে টাকা দিচ্ছে সরকার, রইল আবেদনের পুরো পদ্ধতি
SBI ও PNB তে থাকা রাজ্য সরকারি দফতর, বিশ্ববিদ্যালয়, পাবলিক এন্টারপ্রাইজ সহ অন্যান্য প্রতিষ্ঠানের সমস্ত অ্যাকাউন্ট অবিলম্বে বন্ধ করার কাজ শুরু করার জন্য আদেশ দেওয়া হয়েছে। এর প্রধান কারণ হল কর্ণাটক মহর্ষি বাল্মীকি তফসিলি উপজাতি উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের তহবিলের উপর ওঠা কেলেঙ্কারির অভিযোগ। যার জেরে বর্তমানের উত্তপ্ত পরিস্তিতি কর্ণাটক রাজ্যে।