Government

anita

Government: বাংলার ১ কোটি পরিবার পাবেন বিনামূল্যে রান্নার সরঞ্জাম! জানুন কিভাবে পাবেন?

নিউজ শর্ট ডেস্ক: বাংলার মা বোনেদের মুখে হাসি ফোটাতে এবার এক বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনিতে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের রূপায়ণ করে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার জানা যাচ্ছে নতুন সরকারি প্রকল্পের মাধ্যমে রাজ্যের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মোট এক কোটি রাজ্যবাসীকে ধোঁয়াহীন উনুন দেবে রাজ্য সরকার।

   

এখনও পর্যন্ত জানা যাচ্ছে কলকাতা সহ রাজ্যের মোট ছয়টি গ্রামে এই ধোঁয়াহীন উনুন পৌঁছে দেওয়ার জন্য পাইলট প্রকল্প চালানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার।  গরিব মানুষদের গ্যাসের খরচ বাঁচানোর পাশাপাশি পরিবেশ দূষণ রক্ষা করতেই রাজ্য সরকার এই ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর বিশ্বাস তাঁর এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্যের বহু মানুষ। সম্প্রতি রাজ্য বাজেট পেশ করার সময়েই এই প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে খবর এই ধোঁয়াহীন উনুনে জ্বালানি হিসেবে যাই ব্যবহার করা হবে তা থেকে কোন ধোঁয়া বার হবে না। রাজ্য সরকারের দেওয়া এই বিনামূল্যের ধোঁয়াহীন উনুন পাওয়ার জন্য দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের ভিডিও অফিস বা পুরসভায় গিয়ে যাবতীয় পরিচয়পত্রসহ আবেদন জানাতে হবে। রাজ্য সরকারের তরফে এই ধোঁয়াহীন উনুন দেওয়ার  মূল লক্ষ্য হল পরিবেশ দূষণ কমানো।

মুখ্যমন্ত্রী,Chief Minister,মমতা বন্দোপাধ্যায়,Mamata Banerjee,পশ্চিমবঙ্গ,West Bengal,সরকার,Government,কুকিং ওভেন,Cooking Oven,১ কোটি পরিবার,1 Crore Family,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আর এই লক্ষ্য ঠিকমতো পূরণ হচ্ছে কিনা তা দেখার জন্য রাজ্য জুড়ে মোট ৮৩টির বেশি এলাকায় ২০০টি স্টেশন তৈরি করা হয়েছে। সেখান থেকেই চলবে কড়া নজরদারি। ইতিমধ্যেই নাকি এই প্রকল্পকে পরীক্ষামূলকভাবে রাজ্যের পশ্চিম বর্ধমান এবং হাওড়া জেলায় চালু করা হয়েছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের এই ধোঁয়া হীন উনুন কেন্দ্র সরকারের উজ্বলা যোজনাকে কড়া টক্কর দিতে চলেছে।

আরও পড়ুন: দেশের মেয়েদের জন্য মোদীর বড় উদ্যোগ, এবার সহজেই মিলবে ১ কোটি টাকা পর্যন্ত!

দেশবাসীকে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার জন্য ২০১৬ সালের পয়লা মে থেকে কেন্দ্র সরকার এই উজ্জ্বলা যোজনা চালু করেছিল। সরকারি পরিসংখ্যান অনুসারে সারা দেশে এই প্রকল্পের অধীনে এখনো পর্যন্ত ১০ কোটি রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। এই সিলিন্ডার পিছু প্রত্যেককে ৩০০ টাকা করে ভুর্তুকি দেওয়া হয়। যদিও এই যোজনা চালু হওয়া সত্ত্বেও এখনও অনেকের ধরা ছোঁয়ার বাইরে রান্নার গ্যাস।

মুখ্যমন্ত্রী,Chief Minister,মমতা বন্দোপাধ্যায়,Mamata Banerjee,পশ্চিমবঙ্গ,West Bengal,সরকার,Government,কুকিং ওভেন,Cooking Oven,১ কোটি পরিবার,1 Crore Family,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali
ovenএখনও গ্রাম বাংলায় এমন অনেক পরিবারই রয়েছেন যারা টাকার অভাবে গ্যাস কিনতে না পারায় আগুনে তেতে পুড়ে ধোঁয়া খেয়ে বাধ্য হয়েই কাঠের উনুনে রান্না করেন। তাই এই সমস্ত মানুষদের কথা ভেবেই এবার এই ধোঁয়া বিহীন উনুন বিনামূল্যে দিচ্ছেন  বাংলার মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে রাজ্য সরকারের এই প্রকল্প সফল হলে আগামী দিনে গোটা রাজ্যবাসীর জন্য এই সুবিধা দেওয়া হবে।