Madhyamik

Madhyamik: মাধ্যমিক পাশ করলেই টাকা দিচ্ছে সরকার! আবেদন করুন এইভাবে

নিউজ শর্ট ডেস্ক: রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের (Secondary Examinees) জন্য এসে গেল এক দারুন সুখবর। মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করলেই পাওয়া যাবে কড়কড়ে দশ হাজার টাকা (Ten Thousand)। তবে এক্ষেত্রে বেশ কিছু নিয়মও লাগু রয়েছে। জানা যাচ্ছে শুধু মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই হবে না, ভর্তি হতে হবে একাদশ শ্রেণীতেও।

কারণ এই দশ হাজার টাকা পাওয়ার জন্য একাদশ শ্রেণীর পড়ুয়ারা যে আবেদন জানাবেন সেখানে মাধ্যমিকের মার্কশিটের পাশাপাশি একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার নথি,মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি প্রমাণ হিসেবে জমা দিতে হবে।

প্রসঙ্গত দিনে দিনে প্রযুক্তির ছোঁয়া লেগেছে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও। তাই স্কুলের পড়াশোনার বাইরেও প্রযুক্তি ভিত্তিক পড়াশোনার দরকার পড়ছে পড়ুয়াদের। তাই ইতিমধ্যেই রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ (Taruner Swapno) প্রকল্পের (Scheme) মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রত্যেক বছর ট্যাব বা স্মার্টফোন (Tab-Smartphone) উপহার দিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার।

মাধ্যমিক পরীক্ষার্থীদের,Secondary Examinees,মাধ্যমিক পাশ,Madhyamik Pass,দশ হাজার টাকা,Ten Thousand,তরুণের স্বপ্ন,Taruner Swapno,প্রকল্প,Scheme,ট্যাব বা স্মার্টফোন,Tab or Smartphone,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

২০২০ সালে করোনা মহামারীর সময় থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে সেসময় করোনা মহামারীর জন্য দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুলের পঠন-পাঠন। তখনই  বিকল্প হিসেবে অনলাইন ক্লাস শুরু করা হয়। কিন্তু এরফলে বিপাকে পড়েছিল রাজ্যের দুঃস্থ পরিবারের পড়ুয়ারা।

আরও পড়ুন: প্রতি মাসে আয় হবে ২০ হাজার টাকার বেশি! পোস্ট অফিসের এই স্কিমেই দূর হবে মাসিক খরচের চিন্তা

কারণ তাদের কাছে অনলাইন ক্লাস করার মত স্মার্ট ফোন কিংবা ট্যাব ছিল না। তাই পরিস্থিতির কথা বিবেচনা করেই  রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ১০ হাজার  করে টাকা দেওয়া শুরু হয়। তবে একসাথে রাজ্যের সমস্ত  পড়ুয়াদের এই টাকা দেওয়াও সম্ভব ছিল না।

মাধ্যমিক পরীক্ষার্থীদের,Secondary Examinees,মাধ্যমিক পাশ,Madhyamik Pass,দশ হাজার টাকা,Ten Thousand,তরুণের স্বপ্ন,Taruner Swapno,প্রকল্প,Scheme,ট্যাব বা স্মার্টফোন,Tab or Smartphone,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই প্রথম পর্যায়ে শুধুমাত্র যাদের বেশি দরকার অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাব কেনার জন্য এই অর্থ দেওয়া হয়। তবে এই বছর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য তাদের অ্যাকাউন্টে ১০ হাজার  করে টাকা দেওয়া হবে।

প্রসঙ্গত এই চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে বছরের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। বর্তমানে চলছে খাতা দেখার কাজ। সূত্রের খবর মে মাসের মাঝামাঝি সময় মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতে পারে। তবে এখন যেহেতু এই লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে তাই এই বিষয়ে কোন আইনি বাধা আছে কিনা সে সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।

Avatar

anita

X