পার্থ মান্নাঃ পড়াশোনা শেষ করলে ভালো চাকরি মিলবে একথা আজকাল অতিথি হয়ে গিয়েছে! পশ্চিমবঙ্গে এমন অনেক যুবক যুবতী রয়েছে যারা নিজেদের পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরির অপেক্ষায় বসে রয়েছে। ভালো একটা চাকরি পাওয়া আজকের দিনে বেশ কঠিন হয়ে উঠেছে। তবে আপনি যদি চাকরিপ্রার্থী হন তাহলে আজ আপনার জন্য রইল খুশির খবর। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লোক নেওয়া হচ্ছে। কোন পদে কি যোগ্যতায় আবেদন করতে হবে? সমস্ত খুঁটিনাটি রইল আজকের প্রতিবেদনে।
চাকরির খবর
গত বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মখালির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানা যাচ্ছে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে। যার জন্য অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে। কিভাবে আবেদন করবেন ও কি যোগ্যতা লাগবে তার বিস্তারিত নিচে দেওয়া হল।
শূন্যপদ ও বেতন
বিজ্ঞপ্তি অনুযায়ী ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নিয়োগ করা হবে। বর্তমানে ২টি শূন্যপদের জন্য নিয়োগ চলছে। যারা সিলেক্টেড হবেন তাদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে ও প্রতিমাসে ১৬০০০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এই পদের যে অন্য যদি আবেদন করতে চান তাহলে আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনো একটি প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে। এছাড়াও কোনো সরকারিবা বেসরকারী সংস্থায় দুই বছর বা তার বেশি এমএস অফিস ও ডেটাবেস ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একইসাথে প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে কথা বলতে পারতে হবে। প্রাথীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে যদি জাতিগত শংসাপত্র অনুযায়ী সংরক্ষণ দেওয়া হবে। সেক্ষেত্রে বয়সের ছাড় পাওয়া যাবে।
আবেদনের পদ্ধতিঃ
যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চান তাদের আগামী ৪ঠা নভেম্বরের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর ইন্টারভিউ ও কম্পিউটারের দক্ষতার পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তবে ইন্টারভিউ এর সময় শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটারের শিক্ষার প্রমাণ, কাজের অভভিজ্ঞতার প্রমাণ সাথে নিয়ে যেতে হবে। নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হল।
আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট : Official Website