নিউজশর্ট ডেস্কঃ শিক্ষার্থীদের পড়াশোনার সাহায্যের জন্য সরকারের তরফ থেকে যেমন বৃত্তি দেওয়া হয় তেমনি একাধিক প্রাইভেট সংস্থা বা NGO এর থেকেও স্কলারশিপ দেওয়া হয়। আজ এমনই একটি স্কলারশিপের সম্পর্কে আপনাদের জানাবো যেটা মূলত উচ্চমাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিজ্ঞানে পড়াশোনা করছে তাদের আর্থিক সাহায্য করে। কিভাবে আবেদন করতে হবে থেকে কত টাকা পাওয়া যাবে? চলুন দেখে নেওয়া যাক STEM Interest Scholarship Interest 2024-25 সম্পর্কে বিস্তারিত।
স্টেম ইন্টারেস্ট স্কলারশিপ (STEM Interest Scholarship 2024-25)
স্টেম শব্দের অর্থ হল সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথেমেটিক্স। মূলত বিজ্ঞান বিষয়ক এই সাব্জেক্টগুলি নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্যই এই স্কলারশিপ। আসলে সায়েন্স নিয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেক সময়েই দেখা যায় খরচ অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু বেশি হয়। তাই মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ চালু করা হয়েছে। নিচে কিভাবে এর জন্য আবেদন করতে হবে ও কি কি যোগ্যতা লাগবেসেটা বিস্তারিত জানানো হল।
স্টেম স্কলারশিপ ইন্টারেস্টে আবেদনের জন্য যোগ্যতাঃ
- আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- যে আবেদন করবে তাকে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিষয় নিয়ে পাশ করে বিজ্ঞানভিত্তিক কোনো কোর্স যেমন – B.Sc, B.Tech এর মত কোর্স ভর্তি হয়ে থাকতে হবে।
- দশম ও দ্বাদশ শ্রেণীতে অন্ততপক্ষে ৬৫% নাম্বার পেয়ে পাশ করে থাকতে হবে।
- আবেদনকারীর পারিবারিক আয় যদি দরিদ্ররেখার নিচে হয় তাহলে অগ্রাধিকার বা বিশেষ সুবিধা দেওয়া হবে।
কিভাবে যাবেন করতে হবে?
- আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে প্রথমেই আপনাকে Buddy4study এর অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিংক দেয়া আছে)। তারপর সেখানে রেজিস্টার করে নিতে হবে, নিজের ইমেল ফোন নাম্বার ও নাম দিয়ে।
- রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর STEM Scholarship Interest অপশন বেছে নিলেই আবেদনের তথ্য দেবার জায়গা ওপেন হয়ে যাবে। সেখানে নিজের সমস্ত ইনফরমেশন ঠিক ভাবে দিয়ে যাবেন করতে হবে। তবে সাবমিটের আগে অবশ্যই শুরু থেকে সবটা চেক করে নিতে হবে।
আরও পড়ুনঃ কোন ক্লাসে কত টাকা পাওয়া যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে? রইল কোর্সভিত্তিক টাকার তালিকা
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- দশম শ্রেণী ও মাধ্যমিকের রেজাল্ট ও সার্টিফিকেট
- ন্যাশনাল স্তরের প্রবেশিকা পরীক্ষার স্কোর কার্ড (মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে)
- নতুন করে বিজ্ঞানভিত্তিক কোনো কোর্স ভর্তি হওয়ার রশিদ
- একটি কালার পাসপোর্ট সাইজ ছবি
একবার এই আবেদন ফর্ম পূরণ করে নিলে অটোমেটিকালি যে স্কলারশিপের জন্য যোগ্য হবে সেটা জানিয়ে দেওয়া হবে। ফলে পড়াশোনার জন্য টাকার অভাব হবে না বলেই মনে করা হচ্ছে।