India

India: আমেরিকা শীর্ষে, দ্বিতীয় চিন, ভারত কত নম্বরে? প্রকাশ্যে বিশ্বের সেরা শক্তিশালী দেশের তালিকা

নিউজশর্ট ডেস্কঃ বিশ্বের মধ্যে শক্তিশালী দেশ কোনটি সেই নিয়ে একপ্রকার চর্চা এবং প্রতিযোগিতা চলছে দীর্ঘদিন ধরে। অর্থনৈতিক পরিকাঠামোগত উন্নয়নের সাথে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী সেটা দেখা হয়। যেকোনো দেশের উন্নতির ক্ষেত্রে সেই দেশের রাজনৈতিক, আর্থসামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেক বছরই বিশ্বের সেরা শক্তিশালী দেশের(Strongest Country) তালিকা প্রকাশিত হয়।

এই বছরেও বিশ্বের সেরা শক্তিশালী দেশগুলোর তালিকা প্রকাশ করেছে ইউএস নিউজ। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়াটর্ন স্কুলের অধ্যাপক ডেভিড রিভেস্টেইনের নেতৃত্বে গবেষকরা ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্টের সহযোগিতায় এই তালিকা প্রকাশিত করেছে। এই তালিকাতে জিডিপির উপর ভিত্তি করে অর্থনীতি এবং জনসংখ্যার ওপরেও বিশেষ নজর রাখা হয়েছে।

তাহলে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এই তালিকা সম্পর্কে বিস্তারিত জানানো হলো। এই তালিকায় প্রথমেই রয়েছে আমেরিকা, ২৭.৯৭ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি আছে আমেরিকার হাতে। আমেরিকার জনসংখ্যা হল ৩৩৯.৯ মিলিয়ন। দ্বিতীয়    স্থানে জায়গা রয়েছে চীনের। এই দেশটির অর্থনীতি ১৮. ৫৬ ট্রিলিয়ন ডলার। আর এই দেশের জনসংখ্যা ১.৪২ বিলিয়ন।

 

আরও পড়ুন: ATM: ATM কার্ড থাকলেই বিনামূল্যে পাবেন ৫ লক্ষ টাকার সুবিধা! কীভাবে, জানুন এই অবাক করা তথ্য

এরপর তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। এই দেশের জনসংখ্যা ১৪৪ মিলিয়ন। আর এই দেশের অর্থনীতি ১.৯০ ট্রিলিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছে জার্মানি। এই দেশের জনসংখ্যা ৮৩.২ মিলিয়ন। আর দেশের অর্থনীতি ৪.৭০ ট্রিলিয়ন ডলার। এরপরে জায়গা রয়েছে গ্রেট ব্রিটেনের, এই দেশের জনসংখ্যা ৬৭.৭ মিলিয়ন আর দেশের অর্থনীতি ৩.৫৯ ট্রিলিয়ন ডলার। এই তালিকায় ছয় নম্বর ই রয়েছে দক্ষিণ কোরিয়া, এই দেশের জনসংখ্যা ৫১.৭ মিলিয়ন। আর অর্থনীতি ১.৭৮ ট্রিলিয়ন ডলার।

এরপরে সপ্তম স্থানে জায়গা রয়েছে ফ্রান্সের। এই দেশের অর্থনীতি ৩.১৮ ট্রিলিয়ন ডলার। আর জনসংখ্যা ৬৪.৭ মিলিয়ন। এরপরে অষ্টম স্থানে রয়েছে জাপান। এই দেশের জনসংখ্যা ১২৩.২ মিলিয়ন আর এই দেশের অর্থনীতি ৪.২৯ ট্রিলিয়ন ডলার। দশম স্থানে জায়গা হয়েছে আরব আমিরাতের। এই দেশের জনসংখ্যা ৯.৫১ মিলিয়ন এবং এই দেশের অর্থনীতি ৫৩৬.৮৩ বিলিয়ন। ভারত সেরা দশে জায়গা করে নিতে না পারলেও ১২ নম্বরে জায়গা করে দিয়েছে ভারতের। এই দেশের জনসংখ্যা প্রায় ১৫০ কোটি এবং সেখানে এই দেশের অর্থনীতি ৩.৩৯ ট্রিলিয়ন ডলার।

Papiya Paul

X