২৪ বছরে ১৬ বার পরীক্ষায় ফেল, অবশেষে সরকারি চাকরি পেয়ে নজির গড়লেন এই ব্যক্তি

নিউজশর্ট ডেস্কঃ জীবনের আরেক নাম লড়াই করা। আর জীবন নামক এই মঞ্চে যে লড়ে যায়, সে জিতে যায়। হাজারও ব্যর্থতার বাউন্সার আসলেও শেষমেষ জীবনের ক্রিকেট পিচে টিকে থাকাটাই আসল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ যারা গ্রহণ করেন ও লড়ে যান শেষ অবধি তারাই পান সফলতার স্বাদ। আর আজ আপনাদের এমনই এক ব্যক্তির কথা শোনাবো(Success Story), যিনি হাজার ব্যর্থতার পরেও দেখেছেন সফলতার মুখ। আজ তিনি হাজার হাজার দরিদ্র যুবকের অনুপ্রেরণা।

এই গল্প রাজস্থানের(Rajasthan) ভানওয়ারলাল মুন্ধের(Bhanwarlal Mundh)। রাজস্থানের বারমেরের সানাওয়াদা গ্রামের বাসিন্দা তিনি। সালটা ছিল ১৯৯৯ ভানওয়ারলাল তখন সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপরই আর বাকি পাঁচটা ছেলের মতন তিনিও লেগে পড়েন সরকারি চাকরির চেষ্টায়। দিতে থাকেন একের পর এক পরীক্ষা। কিন্তু কিছুতেই আসে না সফলতা। আর্থিকভাবে দরিদ্র হওয়ায় দিনে দিনে অবসাদ বাড়তে থাকে তার মনে।

ঠিক সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে আর্থিক অনটন। অবশেষে এক সময় বাধ্য হয়ে গুজরাটের উনঝাতে শ্রমিক হিসেবেও কাজ করতে শুরু করেন তিনি। সেই সময় অনেকেই বলেছিল ‘এর দ্বারা আর কিচ্ছু হবে না’। তবে হাল ছাড়েনি ভানওয়ারালাল সবকিছুর পরেও তিনি করে যেতে থাকেন চেষ্টা। শুনলে অবাক হবেন তিনি মোট ১৬ বার ব্যর্থ হন। তারপরেও একটুকুও কমান না পড়াশোনার প্রতি তার নিষ্ঠা।

এরই এরই মধ্যে এত কষ্ট থাকা সত্ত্বেও ২০১০ সালে তিনি পাস করেন বি এড। ভাবতে সত্যি অবাক লাগে মানুষটি ভানওয়ারলাল রেলওয়েতে তিনবার শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রতিবারই ব্যর্থ হন চূড়ান্ত মেধা তালিকায়। এরপরেও বিভিন্ন পরীক্ষায় ব্যর্থ হয়ে ২০২৩ সালে অবশেষে আসে সফলতা, সরকারি চাকরি পান ভানওয়ারলাল। তিনি সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগে নির্বাচিত হন। তার এই সাফল্যে উচ্ছসিত হন সকলে। পশ্চিম রাজস্থানের বারমের জেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সানাওয়াড়ার এই বাসিন্দার গল্প সত্যি অনুপ্রেরণামূলক। এভাবেই বেঁচে থাকুক ভানওয়ারলাল ও তার সংগ্রাম। তার এই লড়াইকে শ্রদ্ধা জানায় টিম NEWZSHORT.

Avatar

Papiya Paul

X