নিউজ শর্ট ডেস্ক: অর্থ উপার্জন করে স্বনির্ভর হওয়ার দিক দিয়ে এখন পিছিয়ে নেই মেয়েরাও। এমন অনেকেই আছেন যে বা যাঁরা নিজের ছোটখাটো ব্যবসা শুরু করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন। সম্প্রতি কানপুরের এমনই একজন মহিলা উদ্যোগপতি সংগীতা সিংহের (Sangita Singha) সাফল্যের গল্প (Success Story) ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।
এই ব্যবসা শুরুর বছর দুয়েক আগে ব্যবসা করার জন্য পিএমইজিপি অর্থাৎ প্রধানমন্ত্রী ইনস্টলমেন্ট জেনারেশন প্রোগ্রাম যোজনা প্রকল্পের আওতায় ১০ লাখ টাকা লোন নিয়েছিলেন তিনি। সেসময় অনেক প্রতিকূলতার সম্মুখীন-ও হতে হয়েছিল তাঁকে। কিন্তু ঝুঁকি নিয়েই এই ব্যবসা শুরু করেছিলেন তিনি। যা থেকে এখন প্রত্যেক বছরে তিনি ২০ থেকে ৩০ লক্ষ টাকা উপার্জন করে থাকেন। শুধু তাই নয় অন্য অনেক মানুষের রোজগারের উপায়ও করে দিয়েছেন তিনি।
শুরুতে ১০ লক্ষ টাকার লোন নিয়েছিলেন সংগীতা। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সব সময় তার লক্ষ্য ছিল নতুন কিছু করার। তাই যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মোটা শস্যের চাষের সম্পর্কে প্রচার করতে শুরু করেছিলেন। তখনই তিনি ঠিক করে নিয়েছিলেন এই মোটা আনাজ দিয়ে এমন একটা পণ্য বানাতে হবে যা আট থেকে আশি প্রত্যেক বয়সের মানুষই পছন্দ করবেন।
আর সেই পণ্যকে রোজকার খাবার দাবারের মধ্যেও আনা যাবে। সেই ভাবনা থেকেই সঙ্গীতা দু’বছর আগে নিজের ব্যবসা শুরু করেছিল। তার জন্য তিনি পিএমইজিপি যোজনার আওতায় ১০ লক্ষ টাকা লোন নিয়ে নিয়েছিলেন। সেই সাথে তিনি নিজস্ব কিছু সঞ্চয়ও এক্ষেত্রে দিয়ে দিয়েছিলে। কারণ এই সমস্ত মোটা শস্য চাষের গাছ লাগানোর জন্য তার কম করে ২৫ লক্ষ টাকার খরচ হয়েছিল। শুরুর দিকে তিনি বাড়িতেই গাছ লাগিয়েছিলেন।
আরও পড়ুন: ৫ লাখ টাকার গাড়ির জন্য কত EMI দিতে হবে? জানলে কিনবেন আপনিও
একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল
তবে শুরুর দিকে তাঁর পথ মসৃন ছিল না একেবারেই। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সঙ্গীতাকে। তবে কঠিন লড়াই শেষে সঙ্গীতার প্রতিভা আজ এমন জায়গায় পৌঁছেছে যে কিছুদিন আগেই রাজ্য সরকার এই মহিলা ব্যবসায়ীকে গ্লোবাল ইনভেসমেন্ট সামিটের অংশ হওয়ার জন্য আমন্ত্রণও জানিয়েছিল। সঙ্গীতা জানিয়েছেন উনি নিজের উৎপাদনের মধ্যে জোয়ার,বাজরা,রাগী আর মক্কার মত জিনিস উৎপাদন করে থাকেন।
সঙ্গীতে জানিয়েছেন যারা দুধ পান করেন না কিন্তু মোটা শস্য খেয়ে থাকেন তাদের শরীরে ক্যালসিয়ামের কমতি থাকে না। বলে রাখি সব বাজরা বা বাজরায় চাল-গমের মতোই সমান প্রোটিন থাকে।