Bengali Serial

Moumita

অমানবিক! বাবার মৃত্যুর পরেও মেলেনি ছুটি, ‘এক্কা দোক্কা’ থেকে বাদ পড়তেই মুখ খুললেন সুভদ্রা

বাংলা টেলিভিশনে অভিনেতা বদল কোনো নতুন ব্যাপার নয়। এরকম বদল আমরা প্রায়ই দেখে থাকি। সম্প্রতি ‘এক্কা দোক্কা’তেও এই একই জিনিস চোখে পড়ল। হঠাৎ করেই সিরিয়াল থেকে গায়েব হয়ে গেছেন ডঃ অনির্বাণ গুহর পিসিমা। আর এই প্রসঙ্গে গুরুতর অভিযোগ এনেছেন তিনি।

   

যারা সিরিয়ালটি নিয়মিত দেখছেন তাদের মনে এই প্রশ্ন জাগাটা খুবই স্বাভাবিক। আজ তারই উত্তর নিয়ে এসেছি আমরা। প্রসঙ্গত, ধারাবাহিকটি মূলত রাধিকা এবং পোখরাজকে নিয়ে হলেও টিআরপি বাড়ানোর জন্য নিয়ে আসা হয়েছে প্রতীক সেন কে। তিনি অভিনয় করছেন ডঃ অনির্বাণ গুহর চরিত্রে।

আর ডঃ অনির্বাণ গুহর পিসির চরিত্রে দেখা যাচ্ছিল টেলি পাড়ার নামকরা অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়কে (Subhadra Mukherjee)। তবে ইদানিং সময়ে তাকে আর দেখা যাচ্ছেনা। তিনি কি তবে বিরতি নিয়েছেন? নাকি সিরিয়ালে (Bengali Serial) থেকেই বাদ দেওয়া হয়েছে তাকে?

এই প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ‘আমার বাবা ৬ তারিখ গত হয়েছেন। বাবা ছিলেন শিক্ষাগুরু এবং বন্ধু। তিনি অভিনেতা এবং পরিচালক। আমার বাবার নাম শান্তিগোপাল মুখোপাধ্যায়। বাবার পেলভিক বোন ভেঙে গিয়েছিল, তাই বাবা কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন।’

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সুভদ্রা নাকি বলেছেন, ‘আমি হাসপাতালে বাবার চিকিৎসা করাতে করাতে ‘এক্কা দোক্কা’রও শুটিং করেছি। বাড়িতে ফেরার পর তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। আমার বাবা ৬ মার্চ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর ওইদিনই বিকেল ৪ টেয় শ্বশুরমশাই গত হয়েছেন।’

এই পরিস্থিতিতে তিনি কিছুদিনের বিরতি চেয়েছিলেন। কিন্তু তাকে নাকি কোনো বিরতি দেওয়া হয়নি‌। সনাতন ধর্মমতে বিবাহিত কন্যারা বাবার কাজ ৩ দিনে করেন। এই সময়টুকু অশৌচ পালন করে শুটিংয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিলনা। তবে নির্মাতারা নাকি তাকে কোনো বিরতি দেননি। তাকে সরিয়ে অনুশ্রীকে নিয়ে এসেছেন তারা।